
প্রতিবছর শীতকালীন ছুটির মৌসুমে লক্ষ লক্ষ আমেরিকান সময়, মেধা ও অনুদান দিয়ে অভাবগ্রস্তদের সাহায্য করে থাকে।
বছরের এই সময়ে যুক্তরাষ্ট্রের বাসিন্দারা যেসব উপায়ে তাদের সহায়তার হাত বাড়িয়ে দেয় তার কয়েকটি নিম্নরূপ:

২০১৬ সালে অনুষ্ঠিত এই দাতব্য খাদ্য বিতরণ কার্যক্রমের ন্যায় প্রতিবছর ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের ল্যাটিন চেম্বার অফ কমার্স মায়ামিতে ক্রিসমাস বাস্কেট ফুড ড্রাইভ পরিচালনা করে থাকে। সংস্থাটি জানায়, এ কার্যক্রমের মাধ্যমে তারা প্রতিবছর ৩,০০০-এরও বেশি অভাবগ্রস্ত পরিবারকে খাদ্য সরবরাহ করে থাকে।

ডিসেম্বরে সান ফ্রান্সিস্কোতে অলাভজনক সংস্থা স্যালভেশন আর্মির একজন স্বেচ্ছাসেবী রেড কেটেল ক্যাম্পেইনের জন্য অর্থ সংগ্রহে সহায়তা করছে। সংস্থাটি গৃহহীন ও ক্ষুধার্ত মানুষদেরকে আশ্রয়, খাবার ও অন্যান্য সহায়তা দিয়ে থাকে।

বছর জুড়ে সারাদেশের স্বেচ্ছাসেবকেরা অলাভজনক সংস্থা হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি’র সাথে মিলে অক্টোবরে টেনেসির ন্যাশভিলে ছবির এই বাড়ির ন্যায় বাড়ি বানাতে সাহায্য করে থাকে।

ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের পেশাদার ফুটবল দল শিকাগো বিয়ার’র খেলোয়াড় ডেভিড মনগামারি স্থানীয় এক বিপণী বিতানে ইনার সিটি বয়েজ এন্ড গার্লস ক্লাবের শিশুদেরকে ছুটির দিনের উপহার বাছাই করতে সহায়তা করছেন। জেসিপেনি কোম্পানির একটি বিপণী বিতান উপহার কেনার জন্য শিশুদেরকে গিফট কার্ড প্রদান করেছে।