মে মাস হলো এশিয়ান/প্যাসিফিক আমেরিকান ঐতিহ্যের মাস। এই ফটো গ্যালারিতে মার্কিন সমাজ গঠনে অবদান রেখেছেন এমন অগণিত এশিয়ান আমেরিকান এবং প্যাসিফিক দ্বীপবাসীদের মধ্য থেকে কয়েকজনকে তুলে ধরা হয়েছে।

উনিশ শতকের এই স্টেরিওগ্রাফে (আনুমানিক ১৮৬৫) একজন চীনা রেলপথ নির্মাণ শ্রমিককে কাঁধে ঝুলানো জোড়া ঝুঁড়িতে মালামাল পরিবহন করতে দেখা যাচ্ছে।
আমেরিকার পশ্চিম ও পূর্ব উপকূলকে সংযুক্তকারী ট্রান্সকন্টিনেন্টাল রেলপথের সেন্ট্রাল প্যাসিফিক লাইন তৈরি করার জন্য প্রায় ১২,০০০ চীনা শ্রমিককে নিয়োগ দেয়া হয়েছিল। তারা বিপজ্জনক কাজগুলো করেছেন, যেমন পাহাড়ের মধ্যে বিস্ফোরণ ঘটিয়ে রেল চলাচলের টানেল তৈরি করা।

ড্যানিয়েল ইনোই ১৯৫৯ সালের ২৯ জুলাই হাওয়াই থেকে যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভ বা মার্কিন প্রতিনিধি পরিষদের নির্বাচনে জয়লাভের পর তার স্ত্রী ম্যাগিকে আলিঙ্গন করছেন। ইনোই মার্কিন কংগ্রেসে দায়িত্ব পালনকারী জাপানি বংশোদ্ভূত প্রথম ব্যক্তি। পরবর্তীতে তিনি মার্কিন সিনেটে নির্বাচিত হয়েছিলেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি সিনেটে দায়িত্ব পালন করেন।
ইনোই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার ডান হাত হারিয়েছিলেন। সেসময়ে তিনি জাপানি বংশোদ্ভূত সেনাদের নিয়ে গঠিত মার্কিন সেনাবাহিনীর ৪৪২তম রেজিমেন্টাল কমব্যাট টিমের সদস্য ছিলেন। তিনি অসংখ্য সামরিক পদক পেয়েছিলেন। ২০১৩ সালে তাকে মরণোত্তর প্রেসিডেন্সিয়াল মেডাল অব ফ্রিডম পুরস্কার দেয়া হয়। এবং এখন পর্যন্ত তিনিই একমাত্র সিনেটর যিনি মেডাল অফ ফ্রিডম এবং মেডাল অফ অনার উভয় পদক লাভ করেছেন।

পুরস্কার-জয়ী ব্রডকাস্ট/সম্প্রচার সাংবাদিক অ্যান কুরি (বায়ে) ২০০৫ সালের ১২ জুলাই দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের নিকটবর্তী খিলিতশার একটি শ্রেণিকক্ষে ফার্স্ট লেডি লরা বুশের সাক্ষাতকার নিচ্ছেন।
গুয়ামে জন্মগ্রহণকারী অ্যান কুরি দক্ষিণপূর্ব এশিয়া ও জাপানের সুনামি এবং হাইতিতে ২০১০ সালের ভূমিকম্পসহ বিশ্বজুড়ে সংঘটিত অসংখ্য সংঘাত ও মানবিক বিপর্যয় নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন।

মাইক্রোসফট করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা ২০১৮ সালে ওয়াশিংটনের বেলভ্যুতে মাইক্রোসফটের শেয়ারহোল্ডারদের বার্ষিক সভায় একটি প্রশ্ন শুনছেন।
ফরচুন ম্যাগাজিন সত্য নাদেলার “ফলাফল দ্বারা চালিত, দলভিত্তিক নেতৃত্ব” গুণাবলীকে গুরুত্ব দিয়ে নাদেলাকে ২০১৯ সালের বর্ষসেরা বিজনেসপারসন হিসেবে ঘোষণা করেছিল। তিনি মূলত ভারতের হায়দ্রাবাদ থেকে আসা একজন এশিয়ান আমেরিকান।

কর্নেল জেফ হোয়াং ১৪২তম ফাইটার উইংয়ের ভাইস কমান্ডার ২০১৪ সালে মার্কিন বিমান বাহিনী থেকে অবসর গ্রহণের দিনে তার সর্বশেষ উড্ডয়নের আগে এফ-১৫সি ঈগল বিমানের সিড়িতে দাঁড়িয়ে ছবি তোলার জন্য পোজ দেন। তার বিমানে দুটি সবুজ তারকা চিহ্ন আঁকা রয়েছে। এটি তার সর্বশেষ উড্ডয়ন উপলক্ষ্যে আঁকা হয়েছে। এই দু’টি তারকা চিহ্ন দু’টি মিকোয়ান মিগ-২৯ এর প্রতীক, যে দুইটি মিগ-২৯ কে তিনি ১৯৯৯ সালের ২৬ মার্চ কসোভো যুদ্ধে গুলি করে ভূপাতিত করেছিলেন।
এই কোরিয়ান আমেরিকান পাইলটকে ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বছরের সবচেয়ে মেধাবী বিমান চালনা পুরস্কার ম্যাকাই ট্রফি দেয়া হয়েছিল। অপারেশন এলাইড ফোর্স-কে সহায়তা করার লক্ষ্যে এফ-১৫ সি বিমান নিয়ে যুদ্ধ পরিচালনাকালে দু’টি শত্রু বিমানকে একইসঙ্গে ভূপাতিত করার কৃতিত্বের স্বীকৃতি হিসেবে তাকে এই ট্রফি দেয়া হয়েছিল।

মায়া লিন চাইনিজ বংশোদ্ভূত আমেরিকান স্থপতি ও ডিজাইনার। তিনি ১৯৮২ সালের ১২ জুলাই ওয়াশিংটনে নির্মাণাধীন ভিয়েতনাম ভেটারান্স মেমোরিয়াল পরিদর্শন করছেন।
লিন স্মৃতিসৌধের নকশা তৈরির প্রতিযোগিতায় ১৪০০ এরও বেশি প্রতিযোগীকে হারিয়ে বিজয়ী হয়েছিলেন। ১৯৮১ সালে তিনি যখন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সে সময়ে তার বয়স ছিল ২১ বছর এবং তিনি তখন ইয়েল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

ডেভিড ট্রান হুই ফং ফুডস ইনকের মালিক। তার কোম্পানি শ্রীরাচা হট সস তৈরি করে। তিনি ২০১৫ সালে একটি অনুষ্ঠানে কথা বলছেন।
ট্রান ১৯৭৯ সালে হুই ফং নামের একটি তাইওয়ানিজ মালবাহী জাহাজে শরনার্থী হিসেবে ভিয়েতনাম ছেড়েছিলেন। সেই জাহাজের নামেই এক বছর পরে লস অ্যাঞ্জেলেসে তার কোম্পানি হুই ফং প্রতিষ্ঠা করেন।
এই ফটো গ্যালারি প্রথম প্রকাশিত হয়েছিল ২০২০ সালের ১৪ মে।