বাইডেন বিদেশে কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমে যুক্তরাষ্ট্রের সহায়তা জোরদার করেছেন

যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে বিভিন্ন দেশে কোভিড-১৯ ভ্যাকসিন ও চিকিত্‌সা পৌঁছে দেওয়া নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত আন্তর্জাতিক উদ্যোগে যুক্ত হচ্ছে।

প্রেসিডেন্ট বাইডেন ২১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সরকারকে কোভিড-১৯ ভ্যাকসিন অ্যাক্সেস (কোভ্যাক্স) ফ্যাসিলিটি-তে যোগ দেয়ার নির্দেশনা দিয়েছেন। আন্তর্জাতিক উদ্যোগটি ২০২১ সালের মধ্যে বিশ্বব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিনের সুষ্ঠু ও ন্যায্য বিতরণ এবং ২ বিলিয়ন ডোজ বিতরণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।

বাইডেনের প্রধান চিকিত্‌সা উপদেষ্টা ড. অ্যান্থনি ফৌচি বলেছেন, “যুক্তরাষ্ট্র কোভিড-১৯ মহামারি মোকাবেলা ও পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য বহুপাক্ষিকভাবে কাজ করার পরিকল্পনা করছে।” তিনি আরো ঘোষণা করেছিলেন যে যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুনরায় যোগ দেবে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমর্থিত বৈশ্বিক ভ্যাকসিন বিতরণ প্রচেষ্টাতে অংশ নেবে।

যুক্তরাষ্ট্র এখন আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে বিশ্বব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিন ও চিকিত্‌সা পৌঁছে দিতে কাজ করবে, যার অন্তর্ভুক্ত রয়েছে:

  • কোভিড-১৯ টুলস (এসিটি) এক্সিলেরেটর: কোভিড-১৯ মোকাবেলায় রোগ নির্ণয়, চিকিত্‌সা প্রদান ও ভ্যাকসিন সুবিধার আওতায় নিয়ে আসার বৈশ্বিক প্রচেষ্টা।
  • কোভ্যাক্স: (উল্লেখিত) এসিটির ভ্যাকসিন সংক্রান্ত কার্যক্রমের মাধ্যমে বিশ্বব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিন কার্যকরভাবে বিতরণ করার উদ্যোগ।
  • গাভি, দি ভ্যাকসিন এলায়েন্স (ভ্যাকসিন জোট): ২০০০ সালে শুরু হওয়া গাভি হলো একটি বৈশ্বিক অংশীদারিত্বের জোট যার মাধ্যমে বিশ্বের প্রায় অর্ধেক শিশুকে মরণঘাতি রোগের টিকা দেয়া হয় এবং কোভিড-১৯ মোকাবেলায় কোভ্যাক্স-কে গাভি সহায়তা করছে।

কোভ্যাক্সের মাধ্যমে দেশগুলো ভ্যাকসিন তৈরি ও বিতরণ কার্যক্রমকে সহায়তা করতে সম্পদের সমাবেশ করছে। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গাভি ও কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপার্ডনেস ইনোভেশনের যৌথ এই উদ্যোগের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর ভ্যাকসিন পাওয়া নিশ্চিত করা হবে।

যুক্তরাষ্ট্র গাভি ও অন্যান্য বৈশ্বিক ভ্যাকসিন প্রচারাাভিযানের দীর্ঘকালের সাথী ও সমর্থক, যেমন বৈশ্বিক পোলিও নির্মূল উদ্যোগ। যুক্তরাষ্ট্রের সংস্থাগুলো ও মার্কিন বেসরকারি খাত বিগত ২০ বছরে হাম, রুবেলা, পীতজ্বর, ডিপথেরিয়া ও পোলিও-সহ রোগ প্রতিরোধে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।

এছাড়াও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) কোভিড-১৯ মহামারি মোকাবেলায় বিশ্বের সরকারসমূহ ও আন্তর্জাতিক গোষ্ঠীগুলোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা করেছে। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের সরকার নিরাপদ ও কার্যকর কোভিড-১৯ ভ্যাকসিনের ন্যায্য প্রাপ্তি ও বিতরণ নিশ্চিত করতে গাভির কার্যক্রমে ৪ বিলিয়ন ডলারের সহায়তা অনুমোদন করেছে।

“আমেরিকান জনগণের এই সহযোগিতা গাভি-কে কোভিড-১৯ ভ্যাকসিনের ডোজ সংগ্রহ করতে এবং গাভি কোভ্যাক্স এএমসির মাধ্যমে নিম্ন-আয়ের অর্থনীতির (দেশগুলোতে) সরবরাহ করতে সহায়তা করবে,” উল্লেখ করে গাভি-র প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শেঠ বার্কলে ডিসেম্বরে বলেছিলেন “এর মাধ্যমে সংকটের স্থায়িত্ব কমবে, জীবন বাঁচবে এবং বৈশ্বিক অর্থনীতি পুনঃচালুতে সহায়ক হবে। বর্তমানের আন্তঃসংযুক্ত বিশ্বে সবাই নিরাপদ না হওয়া পর্যন্ত কেউই নিরাপদ নয়।”