বহু মুসলিম ও আফ্রিকান দেশের নাগরিককে ভিসা দেয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞাকে “ভুল” আখ্যায়িত করে গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট বাইডেন সেটা তুলে নিলেন।

বৈষম্যমূলক নিষেধাজ্ঞা বন্ধে বাইডেনের নতুন ঘোষণা অনুযায়ী, ২০১৭ সালের ০৬ মার্চে জারিকৃত নির্বাহী আদেশ ১৩৭৮০ এবং ঘোষণা ৯৬৪৫, ৯৭২৩ ও ৯৯৮৩ বাতিল করা হয়েছে এবং এগুলো আর কার্যকর নয়।

বাতিলকৃত আদেশগুলোর আওতায় বার্মা, ইরিত্রিয়া, ইরান, কিরগিজস্তান, লিবিয়া, নাইজেরিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, তানজানিয়া, ভেনিজুয়েলা ও ইয়েমেনের সুনির্দিষ্ট আবেদনকারীরা অভিবাসন ভিসা পাবার অযোগ্য ছিলেন।

বাতিলকৃত নিষেধাজ্ঞায় পড়া ব্যক্তিদের ভিসা প্রক্রিয়া শুরুর জন্য যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট সকল দূতাবাস ও কনস্যুলেটকে নির্দেশনা দিয়েছেন। এসব ভিসার আবেদন প্রক্রিয়ায় কোভিড-১৯ সংক্রান্ত বিদ্যমান ভিসা পদ্ধতি অনুসৃত হবে।

আদেশ ৯৬৪৫ বা ৯৯৮৩-এর আওতায় অভিবাসন ভিসা প্রত্যাখ্যাত বা নিষিদ্ধ হওয়া ব্যক্তিদের আবেদন পুনর্বিবেচনার জন্য নতুন ঘোষণার সাথে সঙ্গতি রেখে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট আগামী ৪৫ দিনের মধ্যে একটি প্রস্তাবনা প্রণয়ন করবে।

বাইডেনের ঘোষণায় আরো বলা হয়েছে, “ভিসা আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি চাইলে আমরা কঠোর ব্যক্তিভিত্তিক যাচাই পদ্ধতি অনুসরণ করবো। তবে, যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বৈষম্যমূলক নিষেধাজ্ঞা আরোপ করে আমরা আমাদের মূল্যবোধ থেকে মুখ ফিরিয়ে নিতে পারি না।”