প্রেসিডেন্ট বাইডেন আমেরিকার আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করা এবং অন্যান্য জাতির সহায়তা নিয়ে বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার প্রতিশ্রুতি দিয়েছেন।
বৈদেশিক নীতি সংক্রান্ত এক বক্তৃতায় বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র“কোভিড-১৯ মহামারি এবং জলবায়ু পরিবর্তন এর মতো বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবেলায় এবং বিশ্বজুড়ে মানুষের স্বাধীনতা ও মর্যাদাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করবে।
“আমেরিকার জোট আমাদের সবচেয়ে বড় সম্পদ,” উল্লেখ করে বাইডেন ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে আয়োজিত ফেব্রুয়ারির ৪ তারিখে দেয়া বক্তব্যে বলেছেন বৈশ্বিক চ্যালেঞ্জগুলো শুধুমাত্র তখনই বিশ্বের দেশগুলোর পক্ষে সমাধান করা সম্ভব হবে যখন “জাতিগুলো ঐক্যবদ্ধভাবে ও সকলের জন্য সাধারণ সমস্যাগুলো সমাধানে কাজ করবে।
আন্তর্জাতিক অংশীদারদের সাথে যুক্ত হওয়ার কথা পুনর্ব্যক্ত করে প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন (এর মাধ্যমে) যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে আমেরিকার মূল গণতান্ত্রিক আদর্শকে আরো ভালোভাবে এগিয়ে নিতে পারবে এবং প্রতিদ্বন্দ্বী ও বিরোধীদের আরো ভালোভাবে মোকাবেলা করতে পারবে
উচ্চ অগ্রাধিকারসমূহ
প্রেসিডেন্ট বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বের লক্ষ্যে কাজের কয়েকটি উচ্চ অগ্রাধিকার নির্ধারণ করেছেন, এগুলো হলো:
- কোভিড-১৯ মহামারির সমাপ্তি।
- জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা।
- পারমাণবিক বিস্তার হ্রাস করা।
- ইয়েমেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান করা।
- শরনার্থীদের স্বাগত জানানো এবং মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করা।
এছাড়াও বাইডেন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ, সাইবার অ্যাটাক, বিরোধী নেতা আলেক্সি নাভালনিকে বিষ দেয়া ও জেলে আটক করা, এবং তাদের নিজ দেশের মানুষদের নির্যাতন ও দমন করার বিষয়েও কথা বলেছেন। তিনি বৈশ্বিক অর্থনীতিতে চীনের জবরদস্তিমূলক কর্মকান্ডকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে এই বিষয়টি নিয়ে কাজ করার কথা বলেছেন।
তিনি বলেছেন, ” আমরা নিজেদের আরো উন্নত করার মাধ্যমে, আমাদের মিত্র ও অংশীদারদের সাথে কাজ করার মাধ্যমে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে আমাদের ভূমিকা নবায়নের মাধ্যমে এবং আমাদের বিশ্বাসযোগ্যতা ও নৈতিক কর্তৃত্ব পুনরুদ্ধারের মাধ্যমে আমরা একটি শক্তিশালী অবস্থান থেকে প্রতিদ্বন্দ্বিতা করব।”
আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে যুক্ত হওয়া
বাইডেন ইতোমধ্যে আমেরিকার আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার পদক্ষেপ নিয়েছেন। ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের পরপরই তিনি জলবায়ু পরিবর্তন ও কোভিড-১৯ মহামারি আরো ভালোভাবে মোকাবেলা করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে প্যারিস চুক্তিতে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফিরিয়ে নেন।
প্রেসিডেন্ট বাইডেন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশন ও স্টেট ডিপার্টমেন্টের স্টাফদের সহযোগী ও মিত্রদের সাথে সম্পর্ক জোরদার করা, বিরোধীদের মোকাবেলা করা এবং বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর সমাধানে কাজ করার ক্ষেত্রে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন।
বাইডেন স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, “আমি আপনাদের সঙ্গে আছি।” “আপনাদের সহায়তায় যুক্তরাষ্ট্র আবারো শুধু আমাদের শক্তির দৃষ্টান্ত দিয়ে নয়, আমাদের দৃষ্টান্তের শক্তি দ্বারা নেতৃত্ব দেবে।”