জো বাইডেন খোলা জায়গায় বক্তব্য রাখছেন। তার পাশে একজন পুরুষ ব্যক্তি দাঁড়িয়ে আছেন (© প্যাট্রিক সিমানস্কি/এপি ইমেজেস)
প্রেসিডেন্ট বাইডেন গত ১০ জুন ইংল্যান্ডের সেন্ট আইভেসে উন্নয়নশীল দেশগুলোর জন্য ৫০ কোটি ডোজ কোভিড-১৯ টিকা দান করার পরিকল্পনার কথা ঘোষণা করেন। পাশে দাঁড়ানো ফাইজারের প্রধান নির্বাহী আলবার্ট বোরলা। (© প্যাট্রিক সিমানস্কি/এপি ইমেজেস)

যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের মাধ্যমে বিশ্বের প্রায় ১০০টি উন্নয়নশীল দেশকে কোভিড-১৯ টিকা দান করার জন্য ৫০ কোটি ডোজ টিকা কিনছে।

প্রেসিডেন্ট বাইডেন ১০ জুন বিশ্বের মানুষের জন্য “আমেরিকান জনগণের অসামান্য প্রতিশ্রুতির” কথা ঘোষণা করে বলেন যে, এই দান বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর কোভিড-১৯ মোকাবেলা প্রচেষ্টার ভিত্তি তৈরিতে সহযোগিতা করার মাধ্যমে বিশ্বকে কোভিড-১৯ মুক্ত করার ব্যাপারে ভূমিকা পালন করবে।

তিনি জি৭ দেশগুলোর শীর্ষ নেতাদের ১১-১৩ জুন তারিখে অনুষ্ঠিতব্য বৈঠকের প্রাক্কালে আরো বলেন, “আমরা বিশ্বকে মহামারিমুক্ত করার প্রচেষ্টায় আমাদের বৈশ্বিক অংশীদারদের সাথে কাজ করছি।”

জুন মাসের ১১ তারিখে জি৭ এর নেতৃবৃন্দ অন্যান্য দেশের নেতাদের সাথে মিলে আরো ৫০ কোটি ডোজ টিকা দান করার কথা ঘোষণা করায় মোট প্রতিশ্রুত টিকা ডোজের পরিমাণ ১০০ কোটি ছাড়িয়েছে। জি৭ ভুক্ত দেশগুলো হলো কানাডা, ফ্রান্স, জার্মানী, ইটালি, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র।

 

আজ, প্রেসিডেন্ট বাইডেন ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্র ফাইজার থেকে ৫০ কোটি ডোজ টিকা কিনে বিশ্বের নিম্ন- ও নিম্ন-মধ্যম আয়ের ৯২টি দেশে দান করবে। ঐতিহাসিক এই পদক্ষেপ কোটি কোটি মানুষের জীবন রক্ষা করবে।

যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের মাধ্যমে বিশ্বের নিম্ন- ও নিম্ন-মধ্যম আয়ের ৯২টি দেশে যে টিকা ডোজগুলো দান করবে সেগুলো যুক্তরাষ্ট্রের জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান ফাইজারের তৈরি অত্যন্ত কার্যকর টিকা। উল্লেখ্য যে, কোভ্যাক্স নিরাপদ ও কার্যকর টিকা স্বচ্ছতার সাথে ন্যায্যভাবে বিশ্বব্যাপী পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছে।

বিশ্বের দেশগুলোর জন্য আমেরিকার এই টিকা প্রদান এযাবতকালের মধ্যে কোন একটি একক দেশের ক্ষেত্রে বৃহত্তম অনুদান। যুক্তরাষ্ট্র আগস্ট মাস থেকে ফাইজার-বায়োএনটেক এমআরএনএ টিকা ডোজ সরবরাহ শুরু করবে এবং এই বছরের মধ্যে ২০ কোটি ডোজ টিকা সরবরাহ করবে। অবশিষ্ট ৩০ কোটি ডোজ টিকা ২০২২ সালের প্রথমার্ধের মধ্যে সরবরাহ করা সম্পন্ন হবে।

নতুন ঘোষিত এই অনুদান পূর্বে ঘোষিত ৮ কোটি টিকা ডোজের অতিরিক্ত, যা যুক্তরাষ্ট্র জুন মাস শেষ হওয়ার আগে সরবরাহের পরিকল্পনা করেছে। এর মধ্যে অন্তত ৭৫% ডোজ টিকা কোভ্যাক্সের মাধ্যমে বিতরণ করা হবে।

সাদা তাবুতে টিকা নেওয়ার জন্য একটি ভবনের সামনে মানুষ সারিবদ্ধভাবে দাঁড়ানো মানুষ (© ব্রায়ান ইনগঙ্গা/এপি ইমেজেস)
নাইরোবিতে ৬ এপ্রিল কেনিয়ান জনগণ কোভ্যাক্সের উদ্যোগে দেয়া কোভিড-১৯ টিকার ডোজ নেওয়ার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে। (© ব্রায়ান ইনগঙ্গা/এপি ইমেজেস)

এছাড়াও যুক্তরাষ্ট্র কোভ্যাক্সকে ৪ বিলিয়ন ডলার দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং বিশ্বব্যাপী সঙ্কটে থাকা দেশগুলোকে কোভিড-১৯ চিকিত্‌সা সংশ্লিষ্ট লক্ষ লক্ষ যন্ত্রপাতি, পরীক্ষার উপকরণ ও ওষুধপত্র দান করেছে।

প্রেসিডেন্ট বাইডেন ১০ জুনের বক্তৃতায় আরো বলেছেন যে, যুক্তরাষ্ট্র নিঃশর্তভাবে টিকা ডোজ দান করছে। কোন কিছুর বিনিময়ে নয়; কোন সুবিধা বা ছাড়ের বিনিময়ে বাণিজ্য করার জন্য এই অনুদান দেয়া হচ্ছে না।

“আমরা জীবন বাঁচানোর জন্য এবং মহামারির সমাপ্তির লক্ষ্যে এটি করছি,” উল্লেখ করে প্রেসিডেন্ট বাইডেন বলেন, “(অনুদানের) এটাই কারণ।”