
টিনসেল (ক্রিসমাস ট্রি সাজানোর উপকরণ), টার্টেলডোভ (কবুতর আকৃতির) অলংকার, পারিবারিক ছবি এবং উজ্জ্বল লাল বাক্সের উপহারগুলো হোয়াইট হাউজের এই বছরের বড়দিনের ছুটিকে ফুঁটিয়ে তুলেছে। একশত স্বেচ্ছাসেবী ২৫টি পুষ্পস্তবক, ৪১টি ক্রিসমাস ট্রি, ৩০০ মোমবাতি, ৬,০০০ ফুট ফিতা, ১০,০০০ অলঙ্কার এবং প্রায় ৮০,০০০ লাইট দিয়ে সাজানোর এই কাজে সহায়তা করেছেন।
হোয়াইট হাউজে বাইডেনের প্রথম বড়দিন উদযাপন উপলক্ষ্যে ফার্স্ট লেডি জিল বাইডেন সম্প্রতি হোয়াইট হাউজের বড়দিন ২০২১ ছুটির থিম হিসেবে “হৃদয় থেকে উপহার” (গিফটস ফ্রম হার্ট) উম্মোচন করেছেন; যেখানে “হৃদয় থেকে উপহার” বলতে — বিশ্বাস, সম্প্রদায়, পরিবার, বন্ধুত্ব, শিক্ষা, প্রকৃতি, কৃতজ্ঞতা, সেবা, শান্তি, ঐক্য ও শিল্পকলাকে একত্রিতভাবে বোঝানো হয়েছে, যা বয়স ও পরিচয় নির্বিশেষে সকল আমেরিকানকে একত্রিত করে থাকে।

এই থিম বা প্রতিপাদ্য হোয়াইট হাউজের প্রতিটি রুমে কোন না কোনভাবে প্রতিফলিত হচ্ছে বা প্রকাশ করা হয়েছে। যেমন: পূর্বদিকের স্তম্ভের সারি (ইস্ট কোলোনাডে)-তে রাখা কবুতর আর তারাগুলো কেন সেই ব্যাখ্যায় হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে যে, এগুলো দিয়ে “মহামারি চলাকালীন সময়ে সম্মুখসারির কর্মী ও প্রথম সাড়াদানকারীরা আমাদের জন্য যে শান্তি ও আলো নিয়ে এসেছিলেন” তা বোঝানো হচ্ছে।

লাইব্রেরিতে রাখা পুনঃব্যবহারযোগ্য সংবাদপত্র দিয়ে তৈরি সুসজ্জিত বইয়ের স্তুপ, পাখি ও প্রজাপতি দিয়ে শিক্ষা থেকে পাওয়া উপহারকে বোঝানো হয়েছে। এবং হোয়াইট হাউজে খাবার পরিবেশন ও খাবার খাওয়ার কাজে ব্যবহৃত ক্রমবর্ধমান ‘হোয়াইট হাউজ চায়না’ প্রদর্শনের জন্য ফার্স্ট লেডি এডিথ উইলসনের ১৯১৭ সালে দেয়া নাম ‘চায়না রুম’-এ বন্ধুত্বের উপহারকে তুলে ধরে ডিনার পার্টির জন্য একটি টেবিল সাজানো হয়েছে। হাতে লেখা থ্যাংক-ইউ নোট ‘ইস্ট রুমে’ প্রদর্শন করা হচ্ছে, যা কৃতজ্ঞতার উপহারের কথাই স্মরণ করিয়ে দেয়।

হোয়াইট হাউজের “নীল রুমে” কবুতর আকৃতির অলঙ্কার দিয়ে সাজানো অফিসিয়াল ক্রিসমাস ট্রি রাখা হয়েছে যা দিয়ে শান্তি ও ঐক্যের উপহার বোঝানো হয়েছে। সুউচ্চ ক্রিসমাস ট্রি রাখার সুবিধার্থে ব্লু রুমের ঝাড়বাতিকে অস্থায়ীভাবে সরানো হয়েছে। এছাড়াও অন্যান্য বছরের মতো হোয়াইট হাউজের পেস্ট্রি শেফ বা পাচকরা ‘বার্ষিক জিনজারব্রেড হোয়াইট হাউজ’ তৈরি করেছেন। এতে স্কুল, মুদি দোকান, গুদামঘর ও হাসপাতালের পাশাপাশি পুলিশ, ফায়ার সার্ভিস ও গ্যাস স্টেশনসহ একটি পূর্ণাঙ্গ গ্রামকে ফুঁটিয়ে তোলা হয়েছে।

“আমরা আপনাদের জন্য সুখী, স্বাস্থ্যকর ও আনন্দময় ছুটির দিন কামনা করি,” উল্লেখ করে বাইডেন এক বিবৃতিতে লিখেছেন, “আমরা সম্ভাবনায় পূর্ণ একটি নতুন বছরের প্রত্যাশা করছি, যা আমাদের হৃদয় থেকে দেয়া উপহারের আলোয় উদ্ভাসিত হবে।”
