‘হাঙ্গার গেমস’ থেকে অনুপ্রেরণা পাচ্ছে বার্মার বিক্ষোভকারীরা

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইতে বার্মার জনগণ একটি পরিচিত প্রতীক খুঁজে পেয়েছে।

১ ফেব্রুয়ারির সেনা অভ্যুত্থানের প্রতিবাদে বিক্ষোভকারীরা যখন মিছিল করে, তারা আমেরিকান লেখক সুজেন কলিন্সের দ্য হাঙ্গার গেমস অবলম্বনে তিন আঙ্গুল তুলে ধরা স্যালুট প্রদর্শন করে।

এই জনপ্রিয় ইয়ং-অ্যাডাল্ট বই ও ফিল্ম সিরিজে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে পানেম নামক কাল্পনিক দেশের নাগরিকদের ঐকবদ্ধ করে এই তিন-আঙ্গুলের স্যালুট।

লোকে তিন-আঙ্গুলের স্যালুট চিত্রিত ব্যানার বহন করছে। (© এপি ইমেজেস)
বার্মার রেঙ্গুনে প্রতীকি তিন-আঙ্গুলের স্যালুট এবং ১ ফেব্রুয়ারির সেনা অভ্যুত্থানের পর থেকে নিহতদের নাম যুক্ত ব্যানার বহন করছেন বিক্ষোভকারীরা। (© এপি ইমেজেস)

১ ফেব্রুয়ারি ক্ষমতা দখলের পর থেকে বার্মার সামরিক বাহিনী মুক্তি ও গণতন্ত্রের দাবিতে আন্দোলনের ওপর সহিংস দমনপীড়ন চালিয়েছে, যার ফলে নিহত হয়েছে আট শতাধিক লোক – যাদের মধ্যে শিশুও আছে – আটক করা হয়েছে আরও ৪,১০০ এর বেশি লোককে। এটি গ্রেপ্তারের হিসাব রাখা একটি নাগরিক সংগঠনের দেয়া তথ্য।

বার্মার জনগণের গণতন্ত্রের দাবিকে যুক্তরাষ্ট্র ও তার আন্তর্জাতিক অংশিদাররা সমর্থন করে এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যার নিন্দা জানায়।

২৩ ফেব্রুয়ারি এক বিবৃতিতে সাত জাতি জোটের (জি-৭) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, ‘সেনাবাহিনী এবং পুলিশকে অবশ্যই সর্বোচ্চ সংযম এবং মানবাধিকার ও আন্তর্জাতিক আইন-কানুনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। সেনা অভ্যুত্থানের বিরোধিতাকারীদের ভয়ভীতি প্রদর্শন ও নির্যাতনের আমরা নিন্দা জানাই।’

জি-৭ ভুক্ত দেশগুলো হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়নের হাই রিপ্রেজেন্টেটিভও এ বিবৃতিতে যুক্ত হয়েছেন।