জি৭ নেতারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রতিশ্রুতিবদ্ধ

যুক্তরাষ্ট্র দেশ ও বিদেশ, উভয়স্থানে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নতুন ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিতে জি৭ এর অন্যান্য নেতৃস্থানীয় শিল্পোন্নত দেশগুলোর সাথে যোগ দিয়েছিল।

নবগঠিত বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড (বি৩ডব্লিউ) অংশীদারিত্বের মাধ্যমে জি৭ রাষ্ট্রগুলো — কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র — বিদেশে কয়লাভিত্তিক বিদ্যুত্‌ উত্‌পাদনে সরকারের সহায়তা বন্ধে একযোগে কাজ করবে। ক্ষতিকর নির্গমনের ক্ষেত্রে প্রযুক্তিগত সীমা ছাড়াই অব্যাহতভাবে কয়লাভিত্তিক বিদ্যুত্‌ উত্‌পাদন ক্ষতিকর।

“পরিচ্ছন্ন জ্বালানীর উত্‌সগুলো ব্যবহারের দিকে বিশ্বকে রূপান্তর করা জরুরি,” উল্লেখ করে প্রেসিডেন্ট বাইডেন ১৩ জুন জি৭ নেতৃবৃন্দের আলোচনা শেষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা জলবায়ুকে পরাজিত করতে চাইলে এটি করা অপরিহার্য।”

প্রথমবারের মতো জি৭ নেতৃবৃন্দ বৈশ্বিক-উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসে মধ্যে রাখার যে লক্ষ্যমাত্রা তা অর্জনের জন্য তাদের নিজেদের দীর্ঘ ও স্বল্পমেয়াদী জলবায়ু লক্ষ্যগুলোর মধ্যে সামঞ্জস্যতা তৈরি করেছে। এছাড়াও তারা ২০৩০ সালের মধ্যে ৩০% বৈশ্বিক ভূমি ও সামুদ্রিক এলাকা সংরক্ষণ বা সুরক্ষা করতে সম্মত হয়েছে।

বি৩ডব্লিউ অংশীদারিত্ব

এই ধরনের পদক্ষেপগুলো নেওয়া ছাড়াও জি৭ নেতৃবৃন্দ একটি নতুন বৈশ্বিক অবকাঠামো উদ্যোগ বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড (বি৩ডব্লিউ) অংশীদারিত্ব চালু করেছে।

বিশ্বের প্রধান গণতান্ত্রিক দেশগুলো এই অবকাঠামো অংশীদারিত্বের নেতৃত্ব দেবে। এর মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর ৪০ ট্রিলিয়ন ডলারের অবকাঠামো চাহিদা পূরণ করা হবে।

“আমরা বিশ্বাস করি যে এটি শুধু দেশগুলোর জন্য কল্যাণ বয়ে আনবে না, এটি পুরো বিশ্বের জন্য কল্যাণকর হবে এবং আমাদের গণতন্ত্রের যে মূল্যবোধ সেই মূল্যবোধের প্রতিনিধিত্ব করবে এবং মূল্যবোধহীন স্বৈরশাসনকে নয়,” প্রেসিডেন্ট বাইডেন বলেছেন।

অংশীদারিত্বের পরিকল্পনা প্যারিস জলবায়ু চুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। নিম্ন থেকে মধ্যম আয়ের দেশগুলোতে যে অবকাঠামোই তৈরি করা হোক না কেন সেটা টেকসই হবে এবং নারী ও মেয়েদের ক্ষমতায়নের দিকে লক্ষ্য রেখে করা হবে।

পাহাড়ের চূড়ায় বায়ুকল (© রবার্ট এফ. বুকাটি/এপি ইমেজেস)
মেইনে অবস্থিত স্টেটসন পাহাড়ের উপর বায়ুকল, ২০০৯। বায়ু ও সৌরশক্তি পরিচ্ছন্ন ও টেকসই জ্বালানীর দু’টি উত্‌স। (© রবার্ট এফ. বুকাটি/এপি ইমেজেস)

কয়লা ছেড়ে অনেক দূরে

জি৭ বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বৃহত্তম একক অবদানকারী কয়লা নির্গমন মোকাবেলায় পরিবেশবান্ধব প্রযুক্তি স্থাপন করবে।

“আমরা বিশ্বব্যাপী অব্যবহৃত কয়লা প্রকল্পগুলোর জন্য জনগণের অর্থের ব্যবহার স্থায়ীভাবে বন্ধ করার জন্য একটি ঐতিহাসিক অঙ্গীকার করেছি,” উল্লেখ করে প্রেসিডেন্ট বাইডেন বলেন, “এবং এ বছরের মধ্যেই এগুলো বন্ধ করা হবে।”

কানাডা, জা‍র্মানি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র উন্নয়নশীল দেশগুলোর কয়লা ছেড়ে পরিচ্ছন্ন জ্বালানী-তে যাওয়ার প্রক্রিয়াকে সহায়তা করতে জলবায়ু বিনিয়োগ তহবিলে ২ বিলিয়ন ডলার পর্যন্ত দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই তহবিল বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক, উন্নয়ন বিষয়ক আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি খাত থেকে আরো প্রায় ১০ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করবে বলে আশা করা হচ্ছে।

প্রেসিডেন্ট বাইডেন ২০৩৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রকে কার্বন-দূষণ বিদ্যুত্‌ থেকে মুক্ত করার জন্য কাজ করছেন।