দুর্নীতি-বিরোধী যোদ্ধারা কোভিড-১৯ ত্রাণ তহবিল চুরি উন্মোচন করেছেন, অ্যামাজনে অবৈধ খননকাজ রুখে দিয়েছেন এবং সরকারী কর্মকর্তাদের স্বার্থের সংঘাতের ডেটাবেস তৈরি করেছেন।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ২০২২ অ্যান্টি-করাপশন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-এর আট বিজয়ীর কয়েকজন এভাবেই গণতন্ত্রের জন্য অপরিহার্য উন্মুক্ত ও জবাবদিহিমূলক সরকারের সমর্থনে কাজ করছেন।
জিজ্ঞাসাবাদ, হয়রানি ও হুমকির মুখেও বিজয়ীরা যেভাবে উদ্ভাবনী উদ্যোগ ও দৃঢ়সংকল্পের পরিচয় দিয়েছেন, সেজন্য তাদের প্রশংসা করেছেন সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন। পুরস্কারজয়ীদের কয়েকজন তাদের বাড়িতে হামলা, আত্মীয়স্বজনদের ভয়ভীতি প্রদর্শন এবং সহকর্মীদের হত্যার শিকার হতে দেখেছেন।
৯ ডিসেম্বর, ওয়াশিংটনে আয়োজিত এক অনুষ্ঠানে ব্লিঙ্কেন বলেছেন, “আমি জানি, এই সব কিছু আপনার ও আপনাদের পরিবারের জন্য নির্মম ছিল। তারপরও “আপনারা হাল ছেড়ে দেননি।” পুরস্কারজয়ী অনেকে কয়েক দশক ধরে কাজ করেছেন উল্লেখ করে তিনি যোগ করেন, “আপনাদের সাহসিকতা ও ত্যাগের জন্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।”

দুর্নীতি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করে, অর্থনীতিকে ফাঁপা করে দেয় এবং মানুষের আস্থা ক্ষয় করে। ৬ ডিসেম্বর, ওয়াশিংটনে আন্তর্জাতিক দুর্নীতি-বিরোধী সম্মেলনে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সুলিভান বলেছেন যে দুর্নীতির ক্ষতি দেশের সীমানা ছাড়িয়ে যায় এবং স্বাস্থ্য, মানবাধিকার, নিরাপত্তা ও সমৃদ্ধিকে আক্রান্ত করে।
প্রেসিডেন্ট বাইডেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে যুক্তরাষ্ট্রের একটি প্রধান জাতীয় নিরাপত্তা স্বার্থে পরিণত করেছেন। এই সমস্যা মোকাবিলায় যুক্তরাষ্ট্র অন্য দেশগুলোর সঙ্গে জোট বাঁধছে, আন্তর্জাতিক মানদণ্ড প্রয়োগ করছে এবং বিশ্বজুড়ে দুর্নীতি বিরোধী যোদ্ধাদের সমর্থন দিচ্ছে।
স্টেট ডিপার্টমেন্ট ২০২১ সালে অ্যান্টি-করাপশন চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড চালু করেছে এবং এর মাধ্যমে এখন পর্যন্ত বিশ্বজুড়ে ৩২ জন দুর্নীতি-বিরোধী যোদ্ধাকে সম্মান জানিয়েছে। এবছরের নতুন আট পুরস্কারজয়ীদের মধ্যে আছেন সাংবাদিক, অ্যাক্টিভিস্ট ও সরকারি কর্মকর্তা; ব্লিঙ্কেন বলেছেন, যাঁরা “উন্মোচন করেছেন যে সংকটের সময়ে মানুষের সবচেয়ে মৌলিক চাহিদাগুলো পূরণের ক্ষেত্রে সরকারের সক্ষমতাকে কীভাবে ঘুষ প্রদানের মতো বিষয়গুলো বাধাগ্রস্ত করে।”
বাংলাদেশে, অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলাম উন্মোচন করেছেন দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের কোভিড-১৯ ত্রাণ তহবিল লুটপাটের চিত্র, যার ফলে জীবন রক্ষাকারী চিকিৎসা উপকরণ অব্যবহৃত থেকে গেছে। ব্যক্তিগত নানা হুমকি সত্ত্বেও তিনি জবাবদিহি নিশ্চিতের লক্ষ্যে কাজ চালিয়ে গেছেন।
প্রযুক্তির উদ্ভাবনী ব্যবহারের জন্যও পুরস্কারজয়ীদের প্রশংসা করেছেন ব্লিনকেন। সাংবাদিক স্টেফান দোকসিনোভিচ সার্বিয়ায় ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছেন, যেটি সরকারী কর্মকর্তাদের সম্পদ ও স্বার্থের সংঘাত সংক্রান্ত বিষয়গুলোর একটি ডেটাবেস তৈরি করেছে, যা সবার জন্য উন্মুক্ত।
Winning the fight against corruption is a top U.S. priority, but it cannot be done alone. That's why we are recognizing eight individuals who have demonstrated courage and intrepidity in their effort to prevent, expose, and combat corruption. #ACCA2022 #IACD2022 pic.twitter.com/x0dFQ9ftrU
— US Dept of State INL (@StateINL) December 9, 2022
@StateINL:দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়া যুক্তরাষ্ট্রের একটি প্রধান অগ্রাধিকার, কিন্তু এটি একা একা সম্ভব নয়। একারণে আমরা সম্মান জানাচ্ছি আট ব্যক্তিকে যাঁরা দুর্নীতি প্রতিরোধ, উন্মোচন ও মোকাবিলায় সাহসিকতা ও দৃঢ়তা দেখিয়েছেন। #ACCA2022 #IACD2022 ৯:৪৭ এএম · ৯ ডিসেম্বর, ২০২২
দুর্নীতি সংক্রান্ত মামলাগুলো সম্পর্কে পেতে জনসমর্থন তৈরির জন্য সোশ্যাল মিডিয়া, বিলবোর্ড ও সঙ্গীত ব্যবহার করেছে জ্যানেট ঝোউ-এর জিম্বাবুয়ে কোয়ালিশন অন ডেট অ্যান্ড ডেভেলপমেন্ট।
মেক্সিকোর ম্যাগাজিন, জেটা-র অনুসন্ধানী সাংবাদিক অ্যান্তোনিও সার্ভান্তেস গার্সিয়া উন্মোচন করেছেন সরকারী দুর্নীতি, সংঘবদ্ধ অপরাধ ও মাদক পাচারের ঘটনা। বেশ কয়েকটি হত্যাকাণ্ড নিয়ে তাঁর অনুসন্ধান, ভুক্তভোগীদের পরিবারের মধ্যে পরিসমাপ্তি ও ন্যায়বিচারের অনুভূতি এনেছে।
৪০ বছরের বিচারিক ক্যারিয়ারে কলম্বিয়ার সুপ্রিম কোর্ট বিচারপতি মার্কো অ্যান্তোনিও রুয়েদা সোতো-র অনুসন্ধানগুলোর ফলে অনেক সাবেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা বিচারের মুখোমুখি হয়েছেন, যার মধ্যে অ্যামাজন বনের কিছু কর্মকর্তাও আছেন যেখানে অবৈধভাবে খননকার্যের ওপর বিধিনিষেধ তুলে নেওয়ার ফলে বনাঞ্চলের ধ্বংস ত্বরান্বিত হয়েছিল এবং দূষণের শিকার হয়েছিল আদিবাসী সম্প্রদায়গুলো।
ইরাকের কেন্দ্রীয় ব্যাংকের ডিরেক্টর জেনারেল কিসমাহ সালি আলী মেন্দেলি দেশটির আর্থিক ও ব্যাংকিং ব্যবস্থায় তদারকি বাড়িয়েছেন এবং নিয়মতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি স্থাপনে সহায়তা করেছেন। মাদাগাস্কারের সুপ্রিম অডিট ইনস্টিটিউশনের প্রেসিডেন্ট হিসেবে, জিন দে দিউ রাকোতোনদ্রামিহামিনার অনুসন্ধানগুলোর ফলে প্রতারণা, অপচয় ও অপব্যবহারের প্রমাণাদি সামনে এসেছিল।
মালয়েশিয়ায় সরকারি কেনাকাটায় দুর্নীতির চর্চা এবং পরিবেশগত অব্যবস্থাপনার চিত্র উন্মোচনের জন্য পুরস্কার জেতা সিনথিয়া গ্যাব্রিয়েল বলেছেন যে দুর্নীতি-বিরোধী যোদ্ধাদের জন্য যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা তাদের কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করেছে। তিনি বলেন, “এই সম্মান ও এই দুর্দান্ত স্বীকৃতির জন্য আপনাদের আবারও ধন্যবাদ। এটি দুর্নীতি মোকাবিলা ও মানবাধিকার নিয়ে আমাদের কর্মকাণ্ড আরও জোরদার করবে।”