মহাশূন্য নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের সংস্থাটি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক লড়াইয়ে সহযোগিতা করছে।
দুই ডজনেরও বেশি কৃত্রিম উপগ্রহ আর অন্যান্য পরিমাপ সরঞ্জামের সাহায্যে নাসা বায়ুদূষণ থেকে শুরু করে বৈশ্বিক তাপমাত্রা পর্যন্ত পরিবেশের বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করে। জলবায়ু পরিবর্তন সম্পর্কে বুঝতে এবং এই পরিবর্তনের গতি কমাতে বিজ্ঞানীরা এসব তথ্য ব্যবহার করেন।
নাসার ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ ভাব্য লাল এক বিবৃতিতে বলেন, ‘জলবায়ুর জটিল প্রক্রিয়া আজও পুরোপুরি বোঝা সম্ভব হয়নি। জলবায়ু অভিযোজন ও জলবায়ু পরিবর্তন প্রশমনের প্রচেষ্টা জোরদার জলবায়ু পর্যবেক্ষণ ও গবেষণা ছাড়া সম্ভব নয়।’
জলবায়ু সংকট মোকাবিলায় নিজেদের প্রচেষ্টাকে এগিয়ে নিতে ৩ ফেব্রুয়ারি নাসা একটি জ্যেষ্ঠ জলবায়ু উপদেষ্টা পদ সৃষ্টির ঘোষণা দেয়। স্থায়ীভাবে একজন জ্যেষ্ঠ জলবায়ু উপদেষ্টা নিয়োগের আগ পর্যন্ত নাসার গডার্ড ইনস্টিটিউট ফর স্পেস স্টাডিজের পরিচালক ও জলবায়ু মডেলের একজন নেতৃস্থানীয় বিশেষজ্ঞ গ্যাভিন স্মিট এই পদে দায়িত্ব পালন করবেন।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করাকে অগ্রাধিকার দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর দায়িত্বের প্রথমদিনই তিনি যুক্তরাষ্ট্রকে প্যারিস চুক্তিতে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছেন। ওই চুক্তির আওতায় স্বাক্ষরকারী দেশগুলো গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর এবং বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি ‘শিল্পযুগের আগের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের অনেকটা নিচে ধরে রাখার’ প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাষ্ট্র ১৯ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে জলবায়ু চুক্তিতে প্রত্যাবর্তন করে।
প্রেসিডেন্ট বাইডেন ২৭ জানুয়ারি এক নির্বাহী আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের জলবায়ু প্রতিশ্রুতি আরও জোরদার করেছেন। ওই আদেশে চলতি শতকের মাঝামাঝি সময় বা তার আগেই শূন্য নিঃসরণের লক্ষ্য অর্জনসহ বড় পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে।
কৃত্রিম উপগ্রহ ও ভূপৃষ্ঠে স্থাপিত সেন্সর ব্যবহার করে নাসা দশকের পর দশক ধরেই বায়ুমান ও দূষণ পর্যবেক্ষণ করছে এবং জলবায়ু পরিবর্তনে মানুষের কর্মকা-ের ভূমিকা নিয়ে বিজ্ঞানীদের গবেষণায় তথ্য সরবরাহ করছে।
জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে গ্যাভিন স্মিট নিশ্চিত করবেন যেন বাইডেন প্রশাসন গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোসহ জলবায়ু পরিবর্তন মোকাবিলার লক্ষ্যগুলো অর্জনে প্রয়োজনীয় তথ্য পায়।
নাসার জ্যেষ্ঠ জলবায়ু উপদেষ্টা আরও যেসব কাজ করবেন:
- কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমাতে নতুন প্রযুক্তিগত উদ্যোগে পৃষ্ঠপোষকতা
- সংস্থার বাইরে থাকা বিজ্ঞানীদের সঙ্গে সমন্বয় ও যোগাযোগ বৃদ্ধি
- নাসার প্রযুক্তিগত উন্নয়ন ও জলবায়ু সংশ্লিষ্ট গবেষণা জোরদার
নাসার ভারপ্রাপ্ত প্রশাসক স্টিভ জার্সজিক বলেন, ‘এই পদটি নাসার নেতৃত্বকে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত সব বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও অবকাঠামোগত কর্মসূচি বিষয়ে তথ্য ও মতামত দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সুপারিশ করবে।