চ্যাডউইক বোজম্যানের সম্মানে হাওয়ার্ড ইউনিভার্সিটি

চ্যাডউইক বোজম্যানের নামে তাদের ফাইন আর্টস কলেজের নামকরণ করার মধ্য দিয়ে হওয়ার্ড বিশ্ববিদ্যালয় তাদের এ প্রাক্তন শিক্ষার্থী এবং অভিনেতাকে সম্মান জানিয়েছে। ২০২০ সালের আগস্টে ক্যান্সারজনিত জটিলতায় মারা যান বোজম্যান।

২০১৮ সালে মার্ভেল চলচ্চিত্র ব্ল্যাক প্যানথার-এ মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক খ্যাতি কুড়ানো বোজম্যান ২০০০ সালে হাওয়ার্ড ইউনিভার্সিটি থেকে পরিচালনা বিষয়ে ব্যাচেলর অব ফাইন আর্টস ডিগ্রি নিয়ে গ্র্যাজুয়েট করেন।

কলাবিদ্যায় বোজম্যানের অঙ্গীকারের কথা উল্লেখ করে ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গ এ বিশ্ববিদ্যালয় গত ২৬ মে চ্যাডউইক এ বোজম্যান কলেজ অফ ফাইন আর্টস নামকরণের ঘোষণা দেয়।

২০১৮ সালে দেওয়া সমাবর্তন ভাষণে বোজম্যান তার সাফল্যের পেছনে তার কলেজের অভিজ্ঞতার অবদান উল্লেখ করেন। তিনি বলেন, “আমি আজ এখানে আসতে পেরেছি জানি এ কারণে যে, আমার হাওয়ার্ড ইউনিভার্সিটির শিক্ষা আমাকে জ্যাকি রবিনসন, জেমস ব্রাউন , থারগুড মার্শাল ও টি’চালা চরিত্রে অভিনয়ের জন্যে প্রস্তুত করেছে।’