বিশ্ব ব্যাংক’র ডুয়িং বিজনেস শীর্ষক প্রতিবেদন- ২০২০’এ বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে নতুন কোন ব্যবসা শুরু ও নিবন্ধন করতে গড়ে মাত্র চার দিন সময় লাগে।
যুক্তরাষ্ট্রের স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন’স অফিস অফ অ্যাডভোকেসি’র তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ৩.০৭ কোটি সংখ্যক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যার মধ্যে শতকরা ৯৯ ভাগই ক্ষুদ্র ব্যবসা। (স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (SBA)’র সংজ্ঞা অনুযায়ী, কর্মী সংখ্যা ৫০০ জনের কম হলে সেগুলো ক্ষুদ্র ব্যবসা।
যুক্তরাষ্ট্রের অর্থনীতির মেরুদণ্ড হলো ব্যবসা উদ্যোগ। এর অন্যতম কারণ হলো, এখানে ব্যবসা শুরু করার সহজ প্রক্রিয়া। SBA’র ২০১৯ সালের হিসাব অনুযায়ী ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নিয়োগকৃত কর্মীসংখ্যা ৫.৯ কোটি যা যুক্তরাষ্ট্রের মোট কর্মীসংখ্যার ৪৮ শতাংশ।
ব্যবসা প্রতিষ্ঠান নিবন্ধন
যুক্তরাষ্ট্রের কর আইন দ্বারা নির্ধারিত ব্যবসা প্রতিষ্ঠানসমূহের গঠনকাঠামোর মধ্যে রয়েছে কোম্পানি থেকে শুরু করে একক ব্যক্তি-মালিকানাধীন প্রতিষ্ঠান (নিম্ন ঝুঁকিসম্পন্ন প্রতিষ্ঠানের মালিকদেরকে তাদের দায়-দেনার জন্য ব্যক্তিগতভাবে দায়বদ্ধ করা সম্ভব।) জটিলতার দিক দিয়ে এ দুইয়ের মাঝখানে রয়েছে অংশীদারি প্রতিষ্ঠান।
অংশীদারিত্ব মূলত দুই ধরনের। লিমিটেড পার্টনারশিপ (LPs) হলো এমন ধরনের অংশীদারিত্ব যেখানে ক্ষুদ্র প্রতিষ্ঠানের একজন সাধারণ অংশীদারের দায় সীমাহীন এবং অন্যান্য সকল অংশীদারের দায় সীমিত থাকে। লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ (LLP)’র আওতায় সকল অংশীদারের দায় সীমিত থাকে। দায় সুরক্ষার ফলে দেউলিয়া ঘোষণা বা মামলা-মোকদ্দমা হলে বা অংশীদারদের ব্যক্তিগত সম্পদ যেমন গাড়ি, বাড়ি বা সঞ্চয়ী হিসাব সুরক্ষিত থাকে।
অধিকাংশ ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানগুলো কর্তৃক কেন্দ্রীয় সরকারের কাছে কর সনাক্তকরণ নম্বর চেয়ে আবেদন করা ছাড়া আলাদা নিবন্ধনের প্রয়োজন পড়ে না। রাজ্য ও স্থানীয় সরকারই নতুন ব্যবসা প্রতিষ্ঠানের নিবন্ধন দিয়ে থাকে। ভিন্ন ভিন্ন রাজ্যে এ বিষয়ক আবশ্যকতা বিভিন্ন হতে পারে এবং কিছু ক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোর আদৌ কোন নিবন্ধনের প্রয়োজন পড়ে না।
ব্যবসার প্রারম্ভিক সহায়তা

ব্যবসা শুরু করা ঝুঁকির কাজ, তবে নতুন ব্যবসা উদ্যোগগুলোকে তাদের ঝুঁকি সামলাতে স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সহায়তা দিয়ে থাকে। SBA প্রায় ২ কোটি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানকে ঋণ, ঋণের গ্যারান্টি, চুক্তি প্রদান, পরামর্শ বা অন্যান্য ধরনের সহায়তা দিয়েছে।
এবছর ২২ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিতব্য জাতীয় ক্ষুদ্র ব্যবসায় সপ্তাহ চলাকালে প্রতিবছর SBA যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্য, ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়া এবং যুক্তরাষ্ট্র শাসিত অঞ্চলগুলোর প্রতিটিতে স্মল বিজনেস পার্সন অফ দি ইয়ার পুরস্কার দিয়ে থাকে। তারপর আঞ্চলিক পর্যায়ের বিজয়ীদের মধ্যে থেকে একজন জাতীয় বিজয়ী নির্বাচন করা হয়। এই পুরস্কারে অংশগ্রহণের মাধ্যমে ভালো প্রচারও পাওয়া যায়।
সিয়াটলের পিরোশকি পিরোশকি বেকারির মালিক, রুশ বংশোদ্ভূত অভিবাসী ওলগা সাগান এ বছরের চূড়ান্ত পর্বের প্রতিযোগীদের অন্যতম। (“পিরোশকি” একটি রুশ শব্দ যার অর্থ “ছোট পাই।”) বিগত কয়েক বছরে সেগান তাঁর প্রতিষ্ঠানকে একটি শাখা থেকে চারটি শাখায় প্রসারিত করেছেন। তাঁর ব্যবসায় একটি খাবারের ট্রাক যুক্ত হয়েছে এবং বিক্রি বেড়েছে ৫৩ শতাংশ।
উচ্চাকাঙ্ক্ষী উদ্যোক্তাদের জন্য সেগানের পরামর্শ হলো ব্যবসার ধারণার মৌলিকত্ব, ভবিষ্যৎ কর্মীদের প্রতি ভালো আচরণ, এবং মুনাফা আশা করার আগে তিন বছরের কঠিন পরিশ্রম নিশ্চিত করা।
তিনি বলেন, “সহসাথীদের সাথে সংযোগ গড়ে তুলুন এবং সাহসী হোন।”