যুক্তরাষ্ট্রে গণতন্ত্র শ্রেণিকক্ষ থেকেই শুরু হয়

অ্যারিজোনার আহওয়াতুকিতে অবস্থিত সামিট স্কুলের স্টুডেন্ট কাউন্সিলের সদস্যরা প্রতিবছর থ্যাংকস গিভিংয়ে উপহারের ঝুঁড়ি দেয়। (© ডেভিড মিন্টন/টাইমস মিডিয়া গ্রুপ)

গণতন্ত্র কখন শুরু হয়? আমেরিকায়, শিশুরা প্রথম শ্রেণিতেই গণতন্ত্রের অভিজ্ঞতা লাভ করে।

দলীয় কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে আমেরিকান শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই পছন্দ, সম্মতি এবং মত প্রকাশের স্বাধীনতার মতো গণতান্ত্রিক নীতিগুলো মেনে চলতে শিখে।

প্রাথমিক বিদ্যালয়েই শিক্ষক ও শিক্ষার্থীরা বছরের শুরুতেই আলোচনার ভিত্তিতে ঐক্যমতে পৌঁছায় যে তারা নিচের বিষয়গুলো মেনে চলবে, যেমন:

  • অন্য শিক্ষার্থীদের প্রতি সদয় থাকবে।
  • নিজের মতামত দেওয়ার জন্য হাত তুলবে এবং অন্যের বলা শেষে নিজের কথা বলবে।
  • বাড়ির কাজ নিয়মিত করবে।

তারা কখনো কখনো তাদের শ্রেণির জন্য ভোটের মাধ্যমে ক্লাসরুম নেতা নির্বাচন করে। নির্বাচিত নেতা আনন্দের মাধ্যমে বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করে, যেমন গল্পের বই পড়ার ক্লাসের জন্য বই বাছাই করা কিংবা বিরতির সময় সবাই মিলে কোন ধরনের খেলা খেলবে সেটা নির্বাচন করে।

এরপর আমেরিকান শিক্ষার্থীরা যখন হাইস্কুল বা মাধ্যমিক স্কুলে যায় তখন তারা স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে আরো বেশি গণতন্ত্র নিয়ে পরীক্ষা করার সুযোগ পায়। এই সময়ে শিক্ষার্থীরা প্রতিবছর গণতান্ত্রিক সরকারের আদলে বিভিন্ন পদের জন্য (প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ট্রেজারার ইত্যাদি) প্রচারণা চালায় এবং নির্বাচনে অংশ নেয়।

প্রার্থীরা সাধারণত স্কুল অ্যাসেম্বিলিতে তাদের সপক্ষে প্রচারণার অংশ হিসেবে বক্তৃতা করে। প্রচারাভিযানের বিভিন্ন প্রতিশ্রুতির মধ্যে স্কুলের ক্যাফেটেরিয়ার খাবারের মান উন্নত করা থেকে শুরু করে স্কুলের মাস্কট পরিবর্তনের প্রতিশ্রুতি পর্যন্ত থাকে।

নির্বাচনে সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীরা নতুন শিক্ষার্থী সরকার গঠন করে। ক্যাম্পাসের সকল শিক্ষার্থীর স্বার্থের প্রতিনিধিত্ব করার দায়িত্ব তাদের উপর ন্যস্ত হয়, এমনকি যারা তাদেরকে ভোট দেয়নি তাদের স্বার্থও দেখার দায়িত্ব নতুন নির্বাচিতদের। নবনির্বাচিতরা স্কুল কর্তৃপক্ষের সাথে দেখা করে ক্যাম্পাসের জীবন উন্নত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসি করে।

নারী শিক্ষার্থী এবং শিক্ষকরা দল বেধে একটি টেবিলের চারপাশে বসে আছে (© অ্যালিস্টার পাইক/ এএফপি/ গেটি ইমেজ)
ভার্জিনিয়ার ফলস চার্চে অবস্থিত জাস্টিস হাইস্কুলের শিক্ষক জেনিফার গোলবিক (ডানদিকে) ২০১৯ সালের সেপ্টেম্বরে “গার্ল আপ” ক্লাবে শিক্ষার্থীদের সাথে কথা বলছেন যারা মাসিকের সমতা বজায় রাখতে স্কুলের বাথরুমে বিনামূল্যে প্যাড ও ট্যাম্পন রাখার ব্যবস্থা করেছে। (©অ্যালিস্টার পাইক/এএফপি/গেটি ইমেজেস)

জেনা কাম্পস্টন কেনটাকির পঞ্চম শ্রেণির ছাত্রী থাকাকালে স্টুডেন্ট কাউন্সিল প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই সময়ে তিনি অঙ্গীকার করেছিলেন যে তিনি যদি স্টুডেন্ট কাউন্সিল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন তাহলে স্কুলের জন্য একটি নতুন খেলার মাঠ তৈরি করবেন। পরবর্তীতে তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর তার নেতৃত্বে ও টিমওয়ার্কের কারণে স্কুল নতুন খেলার মাঠের জন্য স্থানীয় ব্যবসায়ী ও কমিউনিটির অংশীদারদের কাছ থেকে প্রায় ৭০ হাজার আমেরিকান ডলার সংগ্রহ করতে পেরেছিল।

জেনা এভাবে তার প্রাথমিক বিদ্যালয়ে একটি স্থায়ী ও ইতিবাচক পরিবর্তন আনার জন্য অনুপ্রাণিত হয়েছিল। এ বিষয়ে ডেইলি ইন্ডিপেন্ডেন্টকে দেয়া এক সাক্ষাতকারে জেনা ব্যাখ্যা করে বলেছে, “আমার বোন এখন সেখানে পড়ে। আমি চেয়েছিলাম আমি চলে আসার পরও তার কাছে আমার করে দেওয়া কিছু থাকুক এবং আমি চাই সবাই এই মাঠে খেলা উপভোগ করুন।”

শিক্ষার্থীদের সরকারের নেওয়া কার্যক্রমের আরো কয়েকটি উদাহরণ:

  • ক্যালিফোর্নিয়ায় ২০১৯ সালে প্রাথমিক বিদ্যালয়ের একদল শিক্ষার্থী মেয়রকে রাস্তায় নতুন বাতি বসানো এবং পায়ে হাঁটার ফুটপাত তৈরিতে রাজী করিয়েছিল যাতে করে তারা নিরাপদে বাড়ি থেকে স্কুলে আসা-যাওয়া করতে পারে।
  • অ্যারিজোনায় একটি স্টুডেন্ট কাউন্সিল প্রতিবছর অভাবী পরিবারগুলোকে খাবার, বই ও গেমের ঝুঁড়ি উপহার হিসেবে পাঠায়। ২০২১ সালের থ্যাংকসগিভিং উপলক্ষ্যে ছুটির দিনগুলোতে তারা ৩৮ বাক্স খাবার এবং ৩ হাজার আমেরিকান ডলারেরও বেশি খরচ করে তারা কার্ড উপহার দিয়েছিল।
  • ফ্লোরিডাতে স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট ১৫ বছর বয়সী মাহোরো আমানি ২০২১ সালে স্কুলের উপর চাপ তৈরি করেছিল যাতে করে স্কুল থেকে শিক্ষার্থীদের টয়লেটগুলোতে বিনামূল্যে মাসিক/ঋতুস্রাব ব্যবস্থাপনা সংক্রান্ত পণ্য সরবরাহ করা হয়।

যুক্তরাষ্ট্র জুড়ে স্টুডেন্ট কাউন্সিলগুলো ক্যাম্পাসে এবং তাদের কমিউনিটিতে ইতিবাচক প্রভাব তৈরি করেছে। তারা তাদের কণ্ঠস্বর জোরালো করেছে এবং এই বিষয় নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করেছে। তারা নতুন নীতিমালা গ্রহণ করতে এবং সেই অনুযায়ী কাজ করতে স্থানীয় সরকারকে প্রভাবিত করেছে। এবং তারা গণতান্ত্রিক মূল্যবোধ শেখে যা তাদেরকে তাদের স্নাতক শিক্ষাজীবন শেষে তাদের কর্মজীবনে গাইড করে।

যুক্তরাষ্ট্রে গণতন্ত্র শ্রেণিকক্ষ থেকেই শুরু হয়।