উদ্ভাবনের অত্যাবশ্যকীয় উপকরণ: ব্যর্থতা [ভিডিও]

ইউটাহের প্রোমনটরিতে ২০১৬ সালের ২৮ জুন স্পেস লঞ্চ সিস্টেমের বুস্টারের জন্য একটি কোয়ালিফিকেশন মোটর পরীক্ষা দেখছেন দর্শকেরা। (©বিল ইগলস/নাসা/এপি ইমেজেস)

যুক্তরাষ্ট্রের সকল সফল বৈজ্ঞানিক ও প্রাযুক্তিক উদ্ভাবন শুরু হয়েছিল কিছু ব্যর্থতা দিয়ে।

নাসার মহাকাশচারীদের মহাকাশে উৎক্ষেপণের দায়িত্ব পালনকারী প্রথম বেসরকারি কোম্পানি স্পেসএক্স তাদের প্রথম চেষ্টাতেই মহাশূন্যে একটি অরবিটাল রকেট বুস্টার স্থাপন করতে পারেনি, যেমনটা ভিডিওতে দেখা যাচ্ছে:

এটাই যুক্তরাষ্ট্রে বৈজ্ঞানিক ও প্রাযুক্তিক গবেষণার সৌন্দর্য্যের দিক: ভুলভ্রান্তি থেকে শেখার অন্তহীন সম্ভাবনার দ্বার এখানে খোলা।

বৈদ্যুতিক বাতি আবিষ্কারে বছরের পর বছর ভুল থেকে শেখার বছরগুলো প্রসঙ্গে টমাস এডিসন যেমনটা বলেছিলেন : “আমি ব্যর্থ হইনি। আমি কেবল এটা কাজ না করার ১০,০০০ উপায় খুঁজে পেয়েছি।“