আমেরিকান সমাজে সাফল্য খুঁজে পাচ্ছেন মুসলিমরা

নতুন একটি সমীক্ষা অনুযায়ী, আমেরিকার মুসলমানেরা যুক্তরাষ্ট্রের সমাজে এগিয়ে যাচ্ছেন এবং ব্যবসা শুরু করা বা পূর্ণকালীন কাজ পাওয়ার ক্ষেত্রে জনসংখ্যার অন্য সদস্যগোষ্ঠীগুলোর তুলনায় তাদের সম্ভাবনা বেশি।

ইনস্টিটিউট ফর সোশ্যাল পলিসি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং (আইএসপিইউ) যে গ্রুপগুলোর ওপর জরিপ চালিয়েছে তাদের মধ্যে আমেরিকান মুসলিমদেরই যুক্তরাষ্ট্রের গতিমুখ নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণের সম্ভাবনা সবচেয়ে বেশি। অনেক মুসলিম স্বেচ্ছায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে যোগ দেন, এবং সামরিক কাজে তাদের যোগদানের হার সাধারণ জনগণের তুলনায় সামান্য বেশি।

আমেরিকান মুসলিমদের গতিপ্রকৃতি অনুসরণ করা সংগঠন আইএসপিইউ, তাদের আমেরিকান মুসলিম পোল ২০২২: আ পলিটিক্স অ্যান্ড প্যানডেমিক স্ট্যাটাস রিপোর্ট-এ বলেছে, “এই জরিপ আমেরিকান মুসলিম জনসংখ্যার একটি হালনাগাদ প্রোফাইল উপস্থাপন করে, যা সেনাবাহিনীতে যোগদান ও নতুন চাকরির ক্ষেত্র তৈরি সহ পুরনো ও নতুন নির্দেশকগুলোর গভীরে গিয়ে একটি বর্ধনশীল ও পরিবর্তিত জনগোষ্ঠীর স্বরূপকে তুলে আনে।”

যুক্তরাষ্ট্রের সাধারণ জনগোষ্ঠীর সঙ্গে আমেরিকান মুসলিমদের নানা তথ্যের তুলনা দেখানো হচ্ছে গ্রাফিক্সে। (স্টেট ডিপার্টমেন্ট/এফ. কার্টার)
(স্টেট ডিপার্টমেন্ট/এফ. কার্টার)

আগস্টে প্রকাশিত আইএসপিইউর এই প্রতিবেদন মুসলিমসহ অন্যান্য ধর্মীয় গ্রুপ — এবং ধর্মীয় সংশ্লিষ্টতা নেই ,এমন গ্রুপগুলোর ওপর – পরিচালিত ষষ্ঠ জরিপ। এতে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও বিদ্যায়তনিক পরিসরে মুসলিমদের অবদানের কথা উল্লেখ করা হয়েছে।

আইএসপিইউ বলেছে, ২৫ বা তার বেশি বয়সী অন্যান্য আমেরিকানদের তুলনায় মুসলিমদের কলেজ ডিগ্রী অর্জনের সম্ভাবনা বেশি। ৪৬ শতাংশ মুসলিম কলেজ গ্রাজুয়েশন সম্পন্ন করেন, যেখানে সার্বিকভাবে মোট জনগোষ্ঠীর ক্ষেত্রে এই হার ৩৮ শতাংশ।

জরিপে আরও দেখা গেছে: ৮ শতাংশ আমেরিকান মুসলিম স্ব-নিয়োজিত বা তাদের নিজস্ব ব্যবসা আছে। মুসলিম ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মালিকদের প্রত্যেকে গড়ে আটজন কর্মী নিয়োগ দেন, যা যুক্তরাষ্ট্রে প্রায় ১.৩৭ মিলিয়ন চাকরির সুযোগ তৈরিতে সমর্থন যুগিয়েছে বলে জানিয়েছে আইএসপিইউ।

ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো (যাদের ৫০০ জনের কম কর্মী আছে) যুক্তরাষ্ট্রের অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আমেরিকার ৩২.৫ মিলিয়ন ছোট ব্যবসা-ই যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে সংখ্যাগরিষ্ঠ।

ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ফস্টার স্কুল অব বিজনেসের কনসাল্টিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক মাইকেল ভারকট সম্প্রতি শেয়ারআমেরিকাকে বলেছেন যে আমেরিকায় মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ৪ মিলিয়নের পথে যাওয়ার পাশাপাশি ছোট ব্যবসা প্রতিষ্ঠানে মুসলিমদের মালিকানা বাড়ছে।

নিউ ইয়র্ক সিটিতে ৯৬,০০০ এবং স্টেট অব মিশিগানে ৩৬,০০০ মুসলিম মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের কথা উল্লেখ করে ভারকট বলেছেন এটি যুক্তরাষ্ট্রের মুসলিমদের ক্রমবর্ধমান ব্যবসায় উদ্যোগের নির্দেশক যেগুলো — অভ্যন্তরীণ ও বৈশ্বিক – উভয় জনগোষ্ঠীকেই সেবা দেয়।

“আমেরিকান মুসলিম-মালিকানাধীন এসব ছোট ব্যবসা প্রতিষ্ঠানের উত্থান দেখাটা দারুন ব্যাপার, যারা বিশ্বজুড়ে ক্রেতা ও গ্রাহকদের চাহিদা পূরণ করছে,” বলেছেন ভারকট।