যুক্তরাষ্ট্রের নতুন বায়ু-মান অ্যাপ ব্যবহারকারীদের দূষণ এড়াতে সহায়তা করে

বাতাসের প্রতীক ও দূরে পবর্তমালাসহ জেফএয়ার অ্যাপ এর স্ক্রীনের ছবি (স্টেট ডিপার্টমেন্ট)
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের তৈরি করা নতুন অ্যাপ জেফএয়ার বিশ্বজুড়ে বায়ু মানের সর্বশেষ তথ্য দেয়। (স্টেট ডিপার্টমেন্ট)

যুক্তরাষ্ট্রের নতুন মোবাইল ফোন অ্যাপ বিশ্বজুড়ে কয়েক ডজন শহরের বায়ুর মান সম্পর্কিত নির্ভুল, সঠিক ও হালনাগাদ তথ্য দেয়ার মাধ্যমে সেখানকার বাসিন্দাদের বিপজ্জনক বায়ু দূষণ থেকে রক্ষায় সহায়তা করছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর সম্প্রতি জেফএয়ার নামে নতুন একটি মোবাইল ফোন অ্যাপ চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা বায়ুর মান সংক্রান্ত ডাটা এবং স্বাস্থ্য পরামর্শ পাবে। ব্যবহারকারীরা বায়ু-মানের পরিবর্তনগুলো সম্পর্কে সতর্কতা পেতে সেটিংস চাহিদামাফিক সমন্বয় করতে পারবে এবং তারা দৈনিক বা সাপ্তাহিক উপাত্ত দেখতে পাবে।

এই অ্যাপটি এখন অ্যাপল কিংবা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার মাধ্যমে ব্যবহারকারীরা বিশ্বের কয়েক ডজন দেশের ৭০ এর বেশি যুক্তরাষ্ট্রের দূতাবাস, কনস্যুলেট বা অংশীদার সংস্থাগুলোর বায়ু মনিটরিং সাইটগুলোর সাথে যুক্ত হতে পারবে এবং ব্যবহারকারী তার পছন্দের এলাকার বায়ুর মানের উপাত্ত দেখতে ও প্রচার করতে পারে।

বেইজিংয়ে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ২০০৮ সাল থেকে শহরের বায়ুর মান মনিটরিং করে রিপোর্ট তৈরি করছে যা শেষ পর্যন্ত চীন সরকারকে তাদের দেশের বায়ু মানের মনিটরিং আরো জোরদার করতে উদ্বুদ্ধ করেছে।

Caption: জেফএয়ার অ্যাপ আবিদজানের বায়ুর মান দেখাচ্ছে। (স্টেট ডিপার্টমেন্ট)
জেফএয়ার অ্যাপ আবিদজানের বায়ুর মান দেখাচ্ছে। (স্টেট ডিপার্টমেন্ট)

বায়ু দূষণ বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ এবং বিশ্বজুড়ে হাঁপানি এবং হৃদপিন্ড ও রক্তবাহ (কার্ডিওভাসকুলার) সংক্রান্ত রোগের ঝুঁকি বাড়ায়, উদাহরণস্বরূপ হার্ট অ্যাটাক ও স্ট্রোক। সাম্প্রতিক এক গবেষণা থেকে জানা যায় যে, বায়ু দূষণের কারণে ২০১৯ সালে বিশ্বজুড়ে ৬৭ লাখ মানুষের মৃত্যু হয়েছে

অনেক দেশ সাম্প্রতিক দশকে বায়ুর গুণগত মানের উন্নতি ঘটিয়েছে। যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সি (ইপিএ) এর তথ্য মতে, যুক্তরাষ্ট্রের বায়ুর মান ব্যবস্থাপনা নীতি ও প্রযুক্তির উন্নতির কারণে গত ২০০০ থেকে ২০১৮ সাল পর্যন্ত সর্বাধিক স্বাস্থ্যগত প্রভাব তৈরিকারী দূষণ ও সূক্ষ্ণ কণা ৩৯% হ্রাস পেয়েছে।

এখন জেফএয়ার অ্যাপ অন্যান্য দেশের নাগরিকদের সেই সুবিধা দিচ্ছে। জেফএয়ার ব্যবহারকারীরা ইপিএ-র বায়ু মানের সূচকের সাথে যুক্ত হতে পারবে, যেখানে ভিন্ন ভিন্ন রঙ দিয়ে বায়ু মানের গ্রেড দেখানো হয়েছে এবং তারা নিজ এলাকার বায়ু দূষণ থেকে নিজেকে রক্ষা করার সুপারিশ দেখতে পাবে।

যুক্তরাষ্ট্রের জেফএয়ার অ্যাপ তৈরির উদ্দেশ্য হলো বায়ুমানের নির্ভরযোগ্য ও রিয়েলটাইম উপাত্ত দেয়া, যা এখন অনেক এলাকায় পাওয়া কঠিন। এই অ্যাপের ভবিষ্যতের সংস্করণগুলোতে আরো অনেক দেশের শহরগুলোকে যুক্ত করার পাশাপাশি স্যাটেলাইট ডাটা ও আরো অনেক পূর্বাভাস দেয়ার যন্ত্রপাতি ও উপায় যুক্ত করা হবে।