
যুক্তরাষ্ট্র, নতুন কয়েনে মহান আমেরিকান নারীদের অর্জন উদ্যাপন করবে। শুরুটা হবে ২০২২ সালে লেখক মায়া অ্যাঞ্জেলো এবং নভোচারী স্যালি রাইডের মাধ্যমে।
ইউ. এস. মিন্ট, ২০২৫ সাল পর্যন্ত মার্কিন সিকি ডলারে সর্বোচ্চ পাঁচজন নতুন নারীকে নিয়ে আসবে। মিন্ট সম্প্রতি ঘোষণা দিয়েছে যে, আমেরিকান ওমেন কোয়ার্টার্স প্রোগ্রাম-এর অংশ হিসেবে প্রথম দুই নারী হবেন অ্যাঞ্জেলো এবং রাইড।

অ্যাঞ্জেলোর (১৯২৮-২০১৪) কবিতা, রচনা এবং আত্মজীবনীতে তাঁর বর্ণবাদ ও ট্রমা (মানসিক চাপ) কাটিয়ে ওঠার অভিজ্ঞতা লিপিবদ্ধ হয়েছে। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের একজন নেত্রী এবং তিনিই প্রথম নারী, যিনি ১৯৯৩ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের অভিষেকের সময়ে উদ্বোধনী কবিতা পাঠ করেন।
রাইড (১৯৫১-২০১২) ১৯৮৩ সালের জুনে নাসার একটি স্পেস শাটল মিশনে গিয়ে হয়ে ওঠেন মহাকাশে প্রথম আমেরিকান নারী। ১৯৮৪ সালে তিনি আবার মহাকাশে যান। পরবর্তীতে, স্যান ডিয়েগোর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় তিনি শিক্ষকতা শুরু করেন এবং নারী ও মেয়েদের বিজ্ঞান ও গণিত অধ্যয়নে অনুপ্রাণিত করেন।
ইউ. এস. মিন্ট বর্তমানে অন্য নারীদের কয়েনে অন্তর্ভুক্তির জন্য সুপারিশ গ্রহণ করছে। আমেরিকান ওমেন কোয়ার্টার্স প্রোগ্রাম বিভিন্ন কর্মক্ষেত্র, জাতি ও ভৌগোলিক পটভূমির নারীদের অর্জনের ওপর আলোকপাত করতে চায়।
আমেরিকার সিকি মুদ্রাগুলোর উপরের ভাগে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন-ই থাকবেন।