বর্তমানে বন্ধ থাকা ওয়াশিংটন জাদুঘরের সম্মুখভাগ ও এর সামনের রাস্তাটা বহুদিন ধরে মানুষের মনোযোগ আকর্ষণ করেছে। এই সংবাদ জাদুঘর বা নিউজিয়ামের মার্বেল পাথরে খোদাইকৃত আমেরিকার সংবিধানের প্রথম সংশোধনীর সুবিশাল প্রদর্শনী ফলকটি ফিলাডেলফিয়ার জাতীয় সংবিধান কেন্দ্রে স্থাপন করা হবে যেখানে আমেরিকার সংবিধানটি একটি গতিশীল প্রদর্শনীর মাধ্যমে প্রাণবন্ত হয়ে উঠবে।
প্রথম সংশোধনীতে আমেরিকানদের ধর্ম, মত, গণমাধ্যম ও সমাবেশের স্বাধীনতা এবং সরকারের কাছে ক্ষোভ প্রশমনের আবেদন করার অধিকারকে সুরক্ষিত করা হয়েছে।
ফিলাডেলফিয়ায় স্থানান্তরের প্রস্তুতি হিসাবে কর্মীরা ৪৫ মেট্রিক টনের এই ফলকটিকে কয়েকটি ভাগে ভাগ করার কাজটি প্রায় শেষ করে এনেছে। কেন্দ্রটি স্বাধীনতার ঘোষণাপত্র ও সংবিধানের আদিস্থান, ইন্ডিপেন্ডেন্স হলের প্রবেশমুখে যেখান থেকে হলটি দেখা যায় এমন একটি প্রদর্শনী গৃহে প্রথম সংশোধনীর ৪৫টি শব্দ প্রদর্শিত হবে।
কেন্দ্রটির সভাপতি জেফ্রি রোজেন বলেন,”প্রথম সংশোধনী উৎকীর্ণ ফলকটিকে সংবিধানের খসড়া তৈরির স্থান ফিলাডেলফিয়ায় ফিরিয়ে আনার বিষয়টি ভীষণ অর্থবহ। ওয়াশিংটন ডিসি’র নিউজিয়ামে থাকাকালে সারা বিশ্বের মানুষের অনুপ্রেরণার উৎস প্রথম সংশোধনীর এই ফলকটিকে নিউজিয়ামের জন্য খোঁজা নতুন স্থান [ফিলাডেলফিয়ায়] সরিয়ে আনার মাধ্যমে এর যথাযোগ্য স্থান নিশ্চিত হয়েছে।”

টেনেসির গোলাপি মার্বেল পাথরখণ্ড কেটে তৈরি ফলকটি ২০০৭ সালে খোদাই করা হয় এবং ইউএস ক্যাপিটল ও হোয়াইট হাউজ থেকে মাত্র কয়েকটি ব্লক দূরে অবস্থিত সংবাদ জাদুঘর নিউজিয়ামের সম্মুখদৃশ্য হিসেবে স্থাপন করা হয়। (নিউজিয়ামটি ২০১৯ সালে বন্ধ করা হয়েছে।)
১৭ সেপ্টেম্বর সংবিধান দিবসে ফিলাডেলফিয়ায় ফলকটি উন্মোচনের আশা করছেন কর্মকর্তারা।