সাম্প্রতিক সময়ে ভাষাশিক্ষার সেবা বিস্তৃতি লাভ করেছে। এখন যুক্তরাষ্ট্রে ‘নাতাকাল্লাম’ (আরবিতে “আমরা বলি”) নামে একটি প্ল্যাটফর্ম মূল্যবান একটি সম্পদে পরিণত হয়েছে : শরণার্থী, যাদের অনেকে সুশিক্ষিত এবং তারা তাদের দেশের ভাষা শেখাতে খুব আগ্রহী।

মাইক্রোফোনে কথা বলছেন অ্যালাইন সারা (অ্যালাইন সারার সৌজন্যে)
অ্যালাইন সারা (অ্যালাইন সারার সৌজন্যে)

নাতাকাল্লাম-এর সহ-প্রতিষ্ঠাতা এটিকে এমন এক সামাজিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন যা শরণার্থীদের আর্থিক সক্ষমতা অর্জনে সাহায্য করে যাচ্ছে – টিউটরিং, শিক্ষাদান, অনুবাদ ও সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ দানের মাধ্যমে আয় এবং এরকম সেবার চাহিদা আছে ও এগুলোর জন্যে ব্যয় করতে পারে এমন ক্লায়েন্ট জোগাড় করার মাধ্যমে- শরণার্থী ও তাদের আশ্রয়দানকারী জনগোষ্ঠীকে সহায়তা করে।

নিউ ইয়র্কে বসবাসকারী লেবানিজ বংশোদ্ভুত অ্যালাইন সারা, যিনি তখন সদ্য তার মাস্টার্স ডিগ্রি শেষ করেছেন এবং তার সাবেক ক্লাসমেট ইরানিয়ান মা-বাবার ঘরে জন্ম নেয়া এক ফরাসিনী রেজা রাহনেমা ২০১৫ সালে নাতাকাল্লাম যৌথভাবে প্রতিষ্ঠা করেন। সারা তখন আরবিতে কথা বলা শিখতে একজন টিউটর খুঁজছিলেন। ততদিনে তিনি জানেন, গৃহযুদ্ধের কারণে সিরিয়ানরা তাদের দেশ ছেড়ে পালিয়ে পার্শ্ববর্তী লেবাননে ঢুকছে এবং সেখানে কাজের অনুমতি পেতে সমস্যায় পড়ছে।

আনুষঙ্গিক চাহিদার কথা ভেবে সারা এবং রাহনেমা বিশ্বজুড়ে অনলাইন ভাষা সেবা দিতে ইন্টারনেটকে ব্যবহার করেন। এই সেবা গ্রহণ করে ব্যক্তি শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠান, যার মধ্যে আছে যুক্তরাষ্ট্র জুড়ে ২০০ প্রাথমিক ও মাধ্যমিক স্কুল। সারা বলেন, এসব স্কুলে সর্বনিম্ন পাঁচ বছরের শিশু পর্যন্ত শরণার্থীদের গল্প শুনতে পায়।

সারা বলেন, “আমাদের শরণার্থী এবং আশ্রয়দানকারী জনগোষ্ঠীর টিউটর ও অনুবাদকদের বেশিরভাগ থাকেন মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকা।” নাতাকাল্লাম বিভিন্ন আঞ্চলিক উপভাষার আরবি ছাড়াও আর্মেনিয়ান, কুর্দি, ফার্সি, হিস্পানি, ফরাসি ও ইংলিশ ভাষা শেখানোর সেবা দেয়।

নাতাকাল্লাম যদিও একমাত্র ব্যবসা নয়, যারা শরাণর্থীদের অর্থ আয়ে সহায়তা করছে – যেমন, সিয়াটলভিত্তিক কফিহাউজ চেইন স্টারবাকস অঙ্গীকার করেছে, তারা ২০২২ সালের মধ্যে ১০ হাজার শরণার্থীকে নিয়োগ দেবে – তবে এটি সেই গুটিকয় উদ্যোগের একটি, যেখানে কর্মীবাহিনী প্রায় পুরোটাই শরণার্থী। (সম্প্রতি চালু হয়েছে যুক্তরাজ্যভিত্তিক স্টার্টআপ চ্যাটারবক্স, তারাও ভাষা শেখার সেবা দিতে শরণার্থীদের নিয়োগ করে।)

সাড়ে পাঁচ বছর আগে যাত্রা শুরুর পর থেকে নাতাকাল্লাম বিশ্বব্যাপি ২০০-এর বেশি কর্মীর মধ্যে ১ মিলিয়ন ডলারের বেশি আয় বণ্টন করেছে। সারা বলেন, বেশিরভাগ সংস্থাই যেখানে শরণার্থীদের ত্রাণসহায়তার নিষ্ক্রীয় গ্রহিতা হিসেবে দেখে, সেখানে তার প্রতিষ্ঠান তাদেরকে দেখে “সমাজ ও অর্থনীতির এমন এক সক্রিয় এজেন্ট হিসেবে, যাদের অনেক কিছু দেবার আছে।”

সেতুবন্ধন

ঘাইথ আলহাল্লাক (ঘাইথ আলহাল্লাকের সৌজন্যে)
ঘাইথ আলহাল্লাক (ঘাইথ আলহাল্লাকের সৌজন্যে)

নাতাকাল্লাম-এর টিউটর ঘাইথ আলহাল্লাক সিরিয়ার নাগরিক এবং সাবেক সাংবাদিক। এখন তিনি ইতালির ইউনিভার্সিটি অব পাদোভায় রাষ্ট্রবিজ্ঞান পড়েন এবং কোর্সওয়ার্কের ব্যস্ততা যখন থাকে না, তখন আরবি শেখান।

আলহাল্লাক বলেন, সাংবাদিক হিসেবে তিনি আরবির যে ভিন্ন ভিন্ন উপভাষা শিখেছেন, সেগুলোর সঙ্গে তিনি কেতাবি আরবির সমন্বয় সাধন করেছেন। নাতাকাল্লামে যোগ দেয়ার পর থেকে তিনি ১৮টির বেশি দেশের শিক্ষার্থীদের শিখিয়েছেন। তাদের অনেকেই আরবি ভাষা রপ্ত করার পাশাপাশি তার সংস্কৃতি সম্পর্কেও জানতে আগ্রহী হয়। তিনি তাদেরকে শুধু শরণার্থী জীবন বুঝতেই সাহায্য করেন না, তিনি তাদের অনুধাবন করানোর চেষ্টা করেন গৃহযুদ্ধে বাস্তচ্যুত হওয়ার আগে সিরিয়ানদের জীবনযাত্রা কেমন ছিল।

আলহাল্লাক বলেন, তাদের কাজের অন্যতম পুরস্কার হলো, তিনি তার শিক্ষার্থীদের কাছ থেকে তাদের জীবন সম্পর্কেও জানতে পারেন।