
বছরের পর বছর ধরে, রাশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগে এবং রাষ্ট্রীয় নির্দেশনায় পরিচালিত সংবাদমাধ্যমগুলো ইউক্রেন সম্পর্কে মিথ্যা ও উস্কানিমূলক প্রতিবেদন প্রচার করে যাচ্ছে। এর উদ্দেশ্য জনমত প্রভাবিত করা।তারা ইউক্রেনের সরকারকে সহিংসতার প্ররোচক হিসেবে উপস্থাপন করে, এমনকি দেশটির নিজের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধেও।
২০২১ সালের এপ্রিলে, রাশিয়ার একটি সংবাদমাধ্যম রিপোর্ট করে যে, পূর্বাঞ্চলীয় দোনবাসের এক কমবয়েসী ছেলে ইউক্রেন সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছে। ছেলেটির পরিবার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেনি। কোনো নির্ভরযোগ্য, দায়িত্বপূর্ণ সংস্থা, যেমন অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপ (ওএসসিই) – রাশিয়াও যেটির সদস্য – এই ঘটনার সত্যতা নিশ্চিত করেনি।
ওএসসিই এবং অন্যান্য স্বাধীন সংবাদমাধ্যম এরপর যেসব প্রতিবেদন প্রকাশ করে, তাতে দেখা যায়, অঞ্চলটিতে একটি ছেলে মারা গিয়েছিল ঠিকই কিন্তু সেটি ড্রোন হামলায় বা ইউক্রেন সেনাবাহিনীর অন্য কোনো কর্মকাণ্ডে নয়। যদিও, ইউরোপে ক্রেমলিনের অনুদানে পরিচালিত সংবাদ প্রতিষ্ঠানগুলো ছেলেটির মৃত্যুর কারণ হিসেবে ড্রোন হামলাকে দায়ী করেই রিপোর্ট করে গেছে। একটি সংবাদমাধ্যম এটিকে বর্ণনা করেছে “সন্ত্রাসবাদী কর্মকাণ্ড” হিসেবে।
এই মিথ্যা প্রতিবেদন রাশিয়ার ডিজইনফর্মেশন (উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো মিথ্যা তথ্য) প্লেবুক অনুসরণ করে। এটি নিয়ে এবং ক্রেমলিনের তহবিলে পরিচালিত মিথ্যা তথ্যের অন্যান্য উদাহরণ সম্পর্কে আরও জানতে দেখুন স্টেট ডিপার্টমেন্টের গ্লোবাল এনগেজমেন্ট সেন্টারের নতুন রিপোর্ট পিডিএফ ৪.৩ এমবি।