কূটনৈতিক বৈচিত্র্যকে সমর্থন দিতে নতুন পদ তৈরি করল স্টেট ডিপার্টমেন্ট

সাবেক রাষ্ট্রদূত জিনা এবারক্রম্বি-উইনস্ট্যানলি বক্তব্য দিচ্ছেন; ১২ এপ্রিল, যার কিছুক্ষণ আগেই সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিনকেন ঘোষণা করেন, তিনি হতে যাচ্ছেন স্টেট ডিপার্টমেন্টের প্রথম, প্রধান বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তিবিষয়ক কর্মকর্তা। (© ম্যান্ডেল নান/এপি ইমেজেস)
সাবেক রাষ্ট্রদূত জিনা এবারক্রম্বি-উইনস্ট্যানলি বক্তব্য দিচ্ছেন; ১২ এপ্রিল, যার কিছুক্ষণ আগেই সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিনকেন ঘোষণা করেন, তিনি হতে যাচ্ছেন স্টেট ডিপার্টমেন্টের প্রথম, প্রধান বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তিবিষয়ক কর্মকর্তা। (© ম্যান্ডেল নান/এপি ইমেজেস)

সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিনকেন গত ১২ এপ্রিল ঘোষণা করেছেন, সাবেক রাষ্ট্রদূত জিনা এবারক্রম্বি-উইনস্ট্যানলি হতে যাচ্ছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রথম, প্রধান বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিবিষয়ক কর্মকর্তা।

পররাষ্ট্র দপ্তর, নিজ দেশ ও দেশের বাইরে জাতিগত সমতাকে সমর্থন দেয় এবং এই পদটি তৈরি করেছে যেন কূটনৈতিক কোরে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি নিশ্চিত হয়।

‘বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি আমাদের কূটনৈতিক কোরকে আরও শক্তিশালী, বুদ্ধিদীপ্ত, সৃজনশীল ও উদ্ভাবনী করে তুলবে,’ ঘোষণাটি দেওয়ার সময় বলেন ব্লিনকেন। ‘প্রেসিডেন্ট বাইডেন যেমনটি স্পষ্ট করেছেন, বৈচিত্র্য, সমতা, অন্তর্ভুক্তি ও অভিগম্যতাকে প্রাধান্য দেওয়া জাতীয় নিরাপত্তার স্বার্থে অপরিহার্য।’

রাষ্ট্রদূত এবারক্রম্বি-উইনস্ট্যানলির কূটনৈতিক অভিজ্ঞতা ৩০ বছরের। প্রতিনিধিত্ব কম, এমন গ্রুপগুলোর পক্ষে তিনি কথা বলবেন, যেন তাঁরা নিজ কাজে পদোন্নতি পান এবং সিনিয়র নেতৃত্বসহ যাঁরা এটি নিশ্চিত করতে  ব্যর্থ হবেন, তাঁদের জবাবদিহিতা হয় । তিনি রিপোর্ট করবেন সরাসরি সেক্রেটারি অব স্টেটের কাছে।

‘আমার বিশ্বাস যে আমরা, পররাষ্ট্র দপ্তর, অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে  নেতৃত্ব দিতে পারব এবং সেটাই হওয়া উচিত,’ ঘোষণার সময় তিনি বলেন। ‘সত্যিই, কর্মক্ষেত্রে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তির মডেল হয়ে ওঠার মতো মেধা আমাদের আছে।’