ভিনসেন্ট ভ্যান গগের পেইন্টিং (©আর্ট ইমেজেস/গেটি ইমেজেস)
ভার্চুয়াল সফরকারীরা যেসব শিল্পকর্ম দেখতে পারবেন, তার একটি ভিনসেন্ট ভ্যান গগের ‘দ্য স্টারি নাইট’। (©আর্ট ইমেজেস/গেটি ইমেজেস)

মহামারির কারণে অনেকে যখন বাড়িতে থাকতে বাধ্য হচ্ছেন, তখন যুক্তরাষ্ট্রজুড়ে জাদুঘরগুলো তাদের জগদ্বিখ্যাত সংগ্রহগুলো মেলে ধরছে অনলাইনে, যাতে  সবাই এগুলো দেখতে পায়।

লোকজনের মধ্যে সাড়াও পড়েছে বিপুল। আমেরিকান টেক কোম্পানি গুগল সম্প্রতি জানিয়েছে, ২০২০ সালে তাদের সবচেয়ে বেশিবার সার্চ করা শব্দ এবং “ভার্চুয়াল” শব্দের পর দ্বিতীয় সর্বোচ্চ কাঙ্খিত শব্দ ছিল “ভার্চুয়াল মিউজিয়াম এক্সিবিশনস”।

বাসায় বসেই  দেখা যেতে পারে, এখানে এমন পাঁচটি জনপ্রিয় শিল্পকর্ম প্রদর্শনী তুলে ধরা হলো।

দেয়ালে ঝোলানো পেইন্টিং এবং বাঁকা ওয়াকওয়ে (© ডেভিড হেয়াল্ড/সলোমন আর গাগেনহেইম ফাউন্ডেশন)
নিউ ইয়র্কের সলোমন আর গাগেনহেইম মিউজিয়ামে থানহসার কালেকশন, যার মধ্যে আছে পল সেজানের “স্টিল লাইফ: ফ্ল্যাস্ক, গ্ল্যাস অ্যান্ড জাগ (ফিয়াস্ক, ভেরে এত পোতারি)”। (© ডেভিড হেয়াল্ড/সলোমন আর গাগেনহেইম ফাউন্ডেশন)

সলোমন আর গাগেনহেইম জাদুঘর তাদের প্রতিটি ফ্লোর ডিজিটাইজ করেছে, যাতে ভার্চুয়াল ভিজিটররা এটির ঘোরালো হলগুলো আগাগোড়া ঘুরে দেখতে পারেন। নিউ ইয়র্কের এই প্রতিষ্ঠানটির পূর্ণাঙ্গ অভিজ্ঞতা পেতে গ্লেন লিগনের কোনো পেইন্টিংয়ের সামনে অথবা ভবনের মাঝখানে দাঁড়িয়ে আলেকজান্ডার কলডার নির্মিত মোবাইলের দিকে তাকান।

দেয়ালে ঝোলানো মিউজিয়ামের স্থায়ী সংগ্রহ দর্শকদের ঘুরে দেখার ব্যবস্থা করার পাশাপাশি লস এঞ্জেলেসের জে পল গেটি মিউজিয়াম আলাদাভাবে প্রতিটি শিল্পকর্ম দেখার ব্যবস্থা করে দিয়েছে। এই মিউজিয়ামে আছে ১৩ হাজার শিল্পকর্ম।

বাঁয়ে: পিয়েরে অগাস্টিন রেনোয়ার পেইন্টিং “লা প্রোমেনেড” (ডিজিটাল ইমেজ সৌজন্য গেটির ওপেন কন্টেন্ট প্রোগ্রাম)। ডানে: জোহানেস ভারমিরের পেইন্টিং “আ লেডি রাইটিং” (সৌজন্যে ন্যাশনাল গ্যালারি অফ আর্ট, ওয়াশিংটন)
লস অ্যাঞ্জলেসের জে পল গেটি মিউজিয়ামে পিয়েরে-আগুস্ত রেনোয়ার “লা প্রোমেনেড”-এর ডিজিটাল ইমেজ (বাঁয়ে) (ডিজিটাল ইমেজ সৌজন্য গেটির ওপেন কন্টেন্ট প্রোগ্রাম)। (ডানে) ওয়াশিংটনের ন্যাশনাল গ্যালারি অব আর্টে জোহানেস ভারমিরের “আ লেডি রাইটিং” (সৌজন্যে ন্যাশনাল গ্যালারি অফ আর্ট, ওয়াশিংটন)

ডাচ চিত্রশিল্পী জোহানেস ভারমিরের এযাবৎকাল মাত্র ৩৫টি ছবির কথা জানা যায়। সেগুলোর চারটি আছে ওয়াশিংটনের ন্যাশনাল গ্যালারি অব আর্টে। এগুলো এখন অনলাইন প্রদর্শনী ভারমির অ্যান্ড দ্য মাস্টারস অব জনরা পেইন্টিং-এ সকলের দেখার জন্য উন্মুক্ত। দর্শকেরা ভারমিরের আ লেডি রাইটিং পেইন্টিংয়ে অয়েল পেইন্টের নিখুঁত প্রয়োগ দেখতে চাইলে ওই ছবিতে জুম করতে পারেন। প্রদর্শনীর মধ্যে ক্লিক করে দর্শকেরা ভারমিরের সমসাময়িক অনেক শিল্পী সম্পর্কেও জানতে পারবেন, যেমন জানা যাবে সাটিন কাপড়ে ছবি আঁকার ওস্তাদ জেরার্ড তের বর্চের কথা।

চার নারীর পোর্ট্রেট (ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারি/স্মিথসনিয়ান ইনস্টিটিউশন)
ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারির অনলাইন প্রদর্শনী “ফার্স্ট লেডিজ অব দ্য ইউনাইটেড স্টেটস” থেকে একটি ছবি। (ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারি/স্মিথসনিয়ান ইনস্টিটিউশন)

ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারির অনলাইন প্রদর্শনী ফার্স্ট লেডিজ অব দ্য ইউনাইটেড স্টেটস-এ মার্থা ওয়াশিংটন থেকে শুরু করে মেলানিয়া ট্রাম্প পর্যন্ত আমেরিকার সকল ফার্স্ট লেডির ফর্মাল পোর্ট্রেট প্রদর্শিত হচ্ছে। প্রত্যেক ছবির ওপর ক্লিক করে ভার্চুয়াল ভিজিটররা ওই ফার্স্ট লেডি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। যেমন, তারা জানতে পারবেন, জ্যাকি কেনেডির কূটনৈতিক পারদর্শিতা কিভাবে যুক্তরাষ্ট্রে একটি প্রদর্শনীর জন্য ফ্রান্স মোনা লিসা ধার দিতে সম্মত হয়েছিল।

আপনি যদি ফ্রান্সের প্রোভেন্সে নক্ষত্রখচিত রাত খোঁজেন, তাহলে আপনার সহায় হতে পারে নিউ ইয়র্কের মিউজিয়াম অব আর্ট (এমওএমএ)। ভিনসেন্ট ভ্যান গগের সবচেয়ে নামকরা ছবি দ্য স্টারি নাইট-এর সামনে ভার্চুয়ালি দাঁড়ান। সকলের জন্য এটি উন্মুক্ত।

বড় বড় ছবিযুক্ত গ্যালারিতে বেঞ্চ এবং দেয়ালে ছবি (ন্যাশনাল মিউজিয়াম অব আমেরিকান ডিপ্লোম্যাসির সৌজন্যে)
কূটনীতি কিভাবে নাগরিকদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে তা বোঝানোর জন্য দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছে ওয়াশিংটনে ন্যাশনাল মিউজিয়াম অব আমেরিকান ডিপ্লোম্যাসি। (ন্যাশনাল মিউজিয়াম অফ আমেরিকান ডিপ্লোম্যাসির সৌজন্যে)

কূটনীতি শিল্প সম্পর্কে যারা জানতে আগ্রহী, তাদের জন্য ন্যাশনাল মিউজিয়াম অফ আমেরিকান ডিপ্লোম্যাসি (এনএমএডি) তুলে ধরছে কীভাবে কূটনীতি যুক্তরাষ্ট্রকে রূপ দিয়েছে এবং বিশ্বে দেশটির ভূমিকা নির্ধারণ করে দিয়েছে। বাস্তব জাদুঘরটি এখনও নির্মাণাধীন হলেও এনএমএডি’র প্রিভিউ প্রদর্শনীতে স্থান পেয়েছে এমনসব নিদর্শন ও ছবি, যা আরো সুস্থির বিশ্ব গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের কূটনীতিক ও আন্তর্জাতিক সহকর্মীদের সঙ্গে তাদের কর্মকাণ্ড তুলে ধরে।