যুক্তরাষ্ট্রের মেধাসত্ত্ব: লেখকের সুরক্ষা, সংস্কৃতি সংরক্ষণ

আলফ্রেড হিচককের প্রথম জনপ্রিয় চলচ্চিত্র, শার্লক হোমস সমগ্র, লুইস আর্মস্ট্রংয়ের গান এবং ১৯২৭ সালে প্রকাশিত আরও হাজারো ধ্রুপদী শিল্প এখন কপিরাইটের আওতামুক্ত হয়েছে এবং যে কেউ এগুলো বিনামূল্যে ব্যবহার ও উপযোজন করতে পারেন।

যুক্তরাষ্ট্রের মেধাসত্ত্ব আইন শিল্পীর জীবিকা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ব্যবহার – উভয়েরই সুরক্ষা দেয়। প্রতি বছর ১ জানুয়ারি মূল্যবান সব গল্প, গান, ও চলচ্চিত্র জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

২০২৩ সালে উন্মুক্ত করে দেওয়া, ১৯২৭ সালে প্রকাশিত এসব শিল্পকর্মের মধ্যে আরও আছে প্রথম হার্ডি বয়েজ রহস্য সিরিজ, ভার্জিনিয়া উল্ফের উপন্যাস টু দ্য লাইটহাউজ, ফ্রিটজ ল্যাংয়ের প্রভাবশালী/সাড়া জাগানো সায়েন্স-ফিকশন চলচ্চিত্র মেট্রোপলিস এবং “আই স্ক্রিম, ইউ স্ক্রিম, উই অল স্ক্রিম ফর আইস ক্রিম” শিরোনামের গানটি।

হলিউডের নির্বাক থেকে সবাক চলচ্চিত্রে রূপান্তরের মুহূর্তে প্রকাশিত চলচ্চিত্রগুলোও উন্মুক্ত পরিসরে আসতে যাচ্ছে বলে জানিয়েছেন ডিউক’স সেন্টার ফর স্টাডি অব দ্য পাবলিক ডোমেইনের পরিচালক জেনিফার জেনকিন্স।

উন্মুক্ত করে দেওয়া গানগুলোর মধ্যে ব্রডওয়ে হিটস ও জ্যাজ স্ট্যান্ডার্ডস থাকলেও, জেনকিন্স উল্লেখ করেছেন যে শুধু ১৯২৩ সালে সুরারোপ করা সঙ্গীত ও গানের কথাগুলো বিনামূল্যে ব্যবহার করা যাবে। রেকর্ডিংগুলো উন্মুক্ত হবে আগামী বছর।

Internet Archive

নির্দিষ্ট একটি সময়ের পর শিল্প ও সাহিত্য বিনামূল্যে ব্যবহার, যুক্তরাষ্ট্রের মেধাসত্ত্ব আইনের একটি মূল বিষয় যা শিল্পীকে তার কাজের জন্য সম্মানী প্রদান এবং এসব সাংস্কৃতিক শিল্পকর্ম ভবিষ্যৎ প্রজন্মের ব্যবহার ও উপভোগের মধ্যে ভারসাম্য করতে চায়।

যুক্তরাষ্ট্রের সংবিধানের ওপর ভিত্তি করে গড়ে ওঠা মেধাসত্ত্ব এক ধরনের বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইন, যেটি সৃষ্টিশীল মৌলিক কাজগুলোর সুরক্ষা দেয়, যার মধ্যে কবিতা, উপন্যাস, গান, স্থাপনা এবং এমনকি কম্পিউটার সফটওয়্যারও থাকে। অন্য ধরনের বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইনের মধ্যে আছে পেটেন্ট ও ট্রেডমার্ক, যেগুলো বিভিন্ন উদ্ভাবন এবং বিজ্ঞাপনে ব্যবহৃত স্লোগান ও প্রতীকের সুরক্ষা দেয়।

কপিরাইটের দুইটি প্রধান দিক আছে – একটি নির্দিষ্ট সময় পর্যন্ত একচেটিয়া অধিকার থাকে, এবং তার পর আসে ব্যবহারের স্বাধীনতা – উভয়ই শিল্পীদের প্রণোদনা প্রদান করে ভিন্ন ভিন্ন উপায়ে। মেধাসত্ত্ব বলবৎ থাকার সময়, লেখকেরা তাদের কাজের জন্য অর্থ পেয়ে থাকেন।

উপন্যাসিক, কবি, ইতিহাসবিদ ও সাংবাদিকদের প্রতিনিধিত্ব করা, দ্য অথরস গিল্ড বলেছে, “কার্যকরী মেধাসত্ত্ব সুরক্ষা পেশাদারী লেখালেখির ক্ষেত্রে অপরিহার্য; এটি লেখালেখির মাধ্যমেই জীবিকা নির্বাহের সুযোগ করে দেয় লেখকদের।”

কিন্তু সাহিত্যকর্মগুলো কপিরাইটের আওতা থেকে মুক্ত করে দিলে পুরোনো গান ও গল্পগুলোর সহজলভ্যতা বাড়ে এবং সেগুলো নতুন সৃষ্টিতে ব্যবহার হতে পারে। অগ্রগণ্য সাহিত্য সমালোচক নর্থড্রপ ফ্রাই বলেছেন, “কবিতা শুধু অন্য কবিতাগুলো থেকেই সৃষ্টি করা যায়, উপন্যাস অন্য উপন্যাস থেকে।”

জেনকিন্স যেমনটি বলেছেন: “উন্মুক্ত পরিসরও সৃষ্টিশীলতার একটি উৎস। কপিরাইটের মূল বিষয়ই হলো সৃজনশীলতাকে উৎসাহিত করা, এবং এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উন্মুক্ত পরিসর।”