বিশ্বব্যাপী কোভিড-১৯’র টীকাদানে কোভ্যাক্স কার্যক্রমে যুক্তরাষ্ট্রের সহায়তা [ভিডিও]

বিশ্বব্যাপী ন্যায়সঙ্গতভাবে কোভিড-১৯’র টীকা বিতরণের লক্ষ্যে গৃহীত বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স কার্যক্রমের বৃহত্তম দাতাদেশ যুক্তরাষ্ট্র।

গত মার্চ মাসে যুক্তরাষ্ট্র সরকার কোভ্যাক্সকে ২ বিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছে। তবে আরো অর্থায়ন প্রয়োজন।

সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি জে. ব্লিঙ্কেন বলেন, “সর্বত্র মানুষের কোভিড-১৯’র টীকা গ্রহণের সুযোগ থাকা কঠোরভাবে পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর টীকা গ্রহণের সুযোগ থাকা আবশ্যক। যত দ্রুত আমরা সেটা করতে পারবো, ততো বেশি প্রাণ আমরা বাঁচাতে পারবো এবং ততো শীঘ্র আমাদের জনসমাজ ও অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে।”