যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর উৎপাদন স্থিতিশীল ও সম্প্রসারণ, এর সরবরাহ ব্যবস্থা নিরাপদ ও নির্ভরযোগ্য করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) উন্নয়ন ও স্থাপনের জন্য ৫০০ মিলিয়ন আমেরিকান ডলার বা ৫ হাজার ৩৯৪ কোটি ৫৮ লক্ষ ২৯ হাজার টাকা ব্যয় করবে।

স্টেট ডিপার্টমেন্টের ইন্টারন্যাশনাল টেকনোলজি সিকিউরিটি অ্যান্ড ইনোভেশন ফান্ড (আইটিএসআই) ২০২৩ অর্থবছর থেকে শুরু করে আগামী পাঁচ বছরে ১০০ মিলিয়ন ডলার বা প্রায় ১০০০ কোটি টাকার বেশি করে বরাদ্দ দেবে। যুক্তরাষ্ট্রের প্রধান দুই দলের সমর্থনে প্রণীত চিপস অ্যান্ড সায়েন্স অ্যাক্ট ২০২২ এর আওতায় এই অর্থ বরাদ্দ করা হবে যা আমেরিকান মিত্র ও অংশীদারদের সাথে নতুন উদ্যোগ গ্রহণ করার সুযোগ করে দেবে; ২৮০ বিলিয়ন ডলার বা প্রায় ২৮ লাখ কোটি টাকার বেশি প্যাকেজ সমৃদ্ধ এই আইনে প্রেসিডেন্ট বাইডেন ২০২২ সালের আগস্টে স্বাক্ষর করেছেন।

মাইক্রোচিপস, যা সেমিকন্ডাক্টর নামেও পরিচিত, এগুলো স্মার্টফোন, ইন্টারনেট, গাড়ি, বৈদ্যুতিক সঞ্চালন ব্যবস্থা, জাতীয় নিরাপত্তা, চাঁদে নাসার অভিযান এবং আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিসের জন্য অপরিহার্য, প্রেসিডেন্ট বাইডেন ২০২২ সালের সেপ্টেম্বরে বলেন।

সেমিকন্ডাক্টর এবং টেলিযোগাযোগ নেটওয়ার্কগুলো বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত। যুক্তরাষ্ট্র তাদের নিজ দেশের সেমিকন্ডাক্টর প্রস্তুত প্রণালীকে সহায়তা ও নির্ভরযোগ্য করতে এবং প্রস্তুতকৃত মাইক্রোচিপে প্রবেশগম্যতা নিরাপদ করতে সেমিকন্ডাক্টর সরবরাহ ব্যবস্থার সকল অংশ বহুমুখী, অভিঘাতসহনশীল ও নিরাপদ করতে অংশীদার এবং মিত্রদের সাথে সহযোগিতা করবে।

আইটিএসআই এর মাধ্যমে দেয়া সহায়তা যৌথ অর্থনৈতিক এবং জাতীয় নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে আগামী দিনের প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে মিত্র ও অংশীদারদের সহযোগিতাকে আরও গভীর করতে সহায়তা করবে। এছাড়াও এই অর্থ স্টেট ডিপার্টমেন্টের ডিজিটাল কানেক্টিভিটি অ্যান্ড সাইবারসিকিউরিটি পার্টনারশিপ কার্যক্রমকে জোরদার করবে। যার মাধ্যমে আমেরিকান অংশীদার ও মিত্রদের মধ্যে সম্পর্ক জোরদার হবে এবং এর ফলে তারা নিরাপদ ও বিশ্বস্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো ও সেবা সুবিধাসমৃদ্ধ একটি গতিশীল ডিজিটাল অর্থনীতির সুবিধা উপভোগ করতে পারবে। এই তহবিলের মাধ্যমে তিনটি ক্ষেত্রে সহায়তা দেয়া হবে:

  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সংগ্রহের নীতিমালা ও নিয়ন্ত্রণ অবকাঠামো প্রণয়নে সহায়তা করা, যেখানে আইসিটি সংগ্রহের ক্ষেত্রে সিদ্ধান্ত প্রক্রিয়ার মূল বিবেচ্য বিষয় হবে নিরাপত্তা।
  • নিরাপদ আইসিটি নেটওয়ার্কে বেসরকারি বিনিয়োগ বাড়াতে অর্থায়ন, বিনিয়োগের ঝুঁকি কমানো এবং অন্যান্য সরঞ্জাম সরবরাহ করা।
  • সাইবার হুমকি মোকাবেলায় অংশীদার দেশগুলোর সক্ষমতা বাড়াতে সাইবার নিরাপত্তা সরঞ্জাম এবং সেবা প্রদানের জন্য কাজ করা।
সার্কিট বোর্ডের উপর কমপিউটার প্রসেসর চিপ (© জুমিক/সাটারস্টকডটকম)
(© জুমিক/সাটারস্টকডটকম)

যদিও সেমিকন্ডাক্টর যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত হয়েছিল কিন্তু অনেক আমেরিকান কোম্পানি ইতোমধ্যে তাদের উৎপাদনের কাজ বিদেশে সরিয়ে নিয়েছে, প্রেসিডেন্ট বাইডেন বলেছেন। যুক্তরাষ্ট্র তাদের মোট বৈশ্বিক পণ্য উৎপাদন ক্ষমতার ৭৫% এর জন্য পূর্ব এশিয়ার উপর নির্ভরশীল।

“আমাদেরকে প্রতিদিনকার খরচ কমাতে এবং ভালোমানের কর্মসংস্থানের লক্ষ্যে চিপস আমেরিকাতে তৈরি করতে হবে,” বাইডেন বলেছেন।

এছাড়াও এই আইনটি আমেরিকার উৎপাদন, সরবরাহ ব্যবস্থা ও জাতীয় নিরাপত্তা জোরদার করার পাশাপাশি গবেষণা ও উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভবিষ্যতের কর্মশক্তিতে বিনিয়োগ করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের আগামীর শিল্পে নেতৃত্বে টিকে থাকতে সহায়তা করবে।

শিল্প নেতারা যুক্তরাষ্ট্রকে বেছে নিচ্ছেন উল্লেখ করে বাইডেন বলেন, “কারণ তারা দেখেন যে আমেরিকা দারুণভাবে ফিরে এসেছে এবং আমেরিকা পথ দেখাচ্ছে।”