যুক্তরাষ্ট্রের সরকার ২০৫০ সালের মধ্যে শূন্য কার্বন নিঃসরণ অর্জন করতে চায়

যুক্তরাষ্ট্রের সরকার দেশের অর্থনীতির একটি বড় অংশ। সরকার যানবাহন কেনে, ৩ লাখের বেশি ভবনে কার্যক্রম পরিচালনা করে এবং ক্রয়ের মাধ্যমে সকল ধরনের পণ্য ও সেবার মান নির্ধারণ করে দেয়।

এবার বাজারের এ শক্তি ব্যবহার করে পরিচ্ছন্ন-জ্বালানী উৎপাদন ও কার্বন-নিরপেক্ষ নিঃসরণের দৃষ্টান্ত স্থাপন করে নেতৃত্ব দিচ্ছে সরকার।

প্রেসিডেন্ট বাইডেন ৮ ডিসেম্বর টুইট করে বলেছেন, ‘আজ আমি ২০৫০ সালের মধ্যে শূন্য কার্বন নিঃসরণ অর্জনের নির্দেশ দিয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছি।’

এই উচ্চাভিলাসী নতুন নির্বাহী আদেশ জলবায়ু নেতৃত্ব, ভালো বেতনের এবং সমতাভিত্তিক কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে তার পরিকল্পনার কেন্দ্রে রেখেছে। এর ফলাফল হবে আরো সবুজ ও টেকসই পৃথিবী এবং তা বিশ্বজুড়ে আমেরিকার জনগণ ও নাগরিকদের উপকারে আসবে।

টুইট: হোয়াইট হাউস @WhiteHouseআজ @POTUS  ২০৫০ সালের মধ্যে শূন্য কার্ব নিঃসরণ, ২০৩০ সালের মধ্যে ১০০% কার্বন দূষণমুক্ত বিদ্যুৎ এবং ২০৩৫ সালের মধ্যে ১০০% শূন্য কার্বন নিঃসরণকারী যানবাহনের সংগ্রহ অর্জনের নির্দেশ দিয়ে একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন। আরো পড়ুন।

এ নির্বাহী আদেশে পাঁচটি প্রধান কর্তব্য বেঁধে দেওয়া হয়েছে। ফেডারেল সরকারের ভেতরে শূন্য কার্বন নিঃসরণ অর্জনের মাধ্যমে এ পরিকল্পনা দেশের কার্বন পদচিহ্ন এবং বৈশ্বিক পরিবেশের প্রভাব হ্রাস করতে সহায়তা করবে:

  • ২০৩০ সালের মধ্যে ফেডারেল সরকারের ব্যবহৃত বিদ্যুতের ১০০ শতাংশ কার্বন দূষণমুক্ত হবে, যার অন্তত অর্ধেক হবে স্থানীয়ভাবে সরবরাহকৃত পরিচ্ছন্ন জ্বালানী থেকে উৎপাদিত।
  • ২০৩৫ সালের মধ্যে সরকারের সংগৃহিত সকল যানবাহন হতে হবে কার্বন নিঃসরণমুক্ত। হালকা যানবাহনের ক্ষেত্রে এটি হবে আরো আগে – ২০২৭ সাল। এগুলো যুক্তরাষ্ট্র সরকারের ইতিমধ্যে ব্যবহৃত ৬ লাখ যানবাহনকে প্রতিস্থাপন করবে।
  • ২০৫০ সালের মধ্যে ফেডারেল সরকারের ক্রয়কৃত সকল উপকরণকে শূন্য কার্বন নিঃসরণ অর্জন করতে হবে। এর মধ্যে আছে পরিবেশবান্ধব নির্মাণ উপকরণের জন্য “পরিচ্ছন্ন ক্রয়” নীতি।
  • যুক্তরাষ্ট্র সরকারের বর্তমান ৩ লাখ ভবন রূপান্তরের জন্য ২০৪৫ সালের মধ্যে শূন্য নিঃসরণ নির্মাণ পোর্টফোলিও এবং ২০৩২ সালের মধ্যে ৫০% নিঃসরণ হ্রাস।
  • ২০৩০ সালের মধ্যে ৬৫% নিঃসরণ হ্রাসের পাশাপাশি ২০৫০ সালের মধ্যে সার্বিক কর্মকাণ্ডে শূন্য কার্বন নিঃসরণ।

প্রেসিডেন্টের এ আদেশ ঘোষণা করে হোয়াইট হাউস বলেছে, ‘এ নির্বাহী আদেশ ফেডারেল সরকারের কর্মকাণ্ডে কার্বন নিঃসরণ হ্রাস করবে, আমেরিকান পরিচ্ছন্ন জ্বালানী সংক্রান্ত শিল্প ও শিল্পোৎপাদনে বিনিয়োগ ঘটাবে এবং দূষণহীন, স্বাস্থ্যকর ও স্থিতিস্থাপক জনগোষ্ঠী সৃষ্টি করবে।’