“অভূতপূর্ব এক বৈশ্বিক কার্যক্রম।” কোভিড-১৯’র টীকাকে দেশে ও বিদেশে সহজলভ্য করতে যুক্তরাষ্ট্র এভাবেই বহুপাক্ষিক পন্থায় অংশীদারদের সাথে নিয়ে কাজ করছে।
গত ৫ এপ্রিল স্টেট ডিপার্টমেন্ট থেকে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া এক বক্তৃতায় সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি জে. ব্লিঙ্কেন বলেন, “এই মহামারী সারা বিশ্বে না থামা পর্যন্ত এদেশেও থামবে না। সর্বত্র ও সবার জন্য টীকা নিশ্চিত করতে টীকা উৎপাদন ও সরবরাহ কাজ বাস্তবায়নে আমরা আমাদের বৈশ্বিক অংশীদারদের সাথে কাজ করবো।”
বিঙ্কেন বিশ্বব্যাপী কোভিড-১৯ মোকাবেলা ও স্বাস্থ্য নিরাপত্তা কার্যক্রমের সমন্বয়ক হিসেবে গেইল স্মিথ’র নাম ঘোষণা করেন। বিশ্বব্যাপী কোভিড-১৯’র টীকা গ্রহণের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত উদ্যোগের নেতৃত্ব দেবেন স্মিথ।
“সহযোগী দেশগুলোতে রাজনৈতিক আনুকূল্য পেতে আমরা টীকা নিয়ে বাণিজ্য করবো না। এটা জীবন সুরক্ষার বিষয়।”
— অ্যান্টনি জে. ব্লিঙ্কেন
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সাবেক অ্যাডমিনিস্ট্রেটর স্মিথ ২০১৪ সালে আফ্রিকায় ইবোলা মহামারীতে যুক্তরাষ্ট্র সমর্থিত কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দেন। বিশ্বব্যাপী ম্যালেরিয়া, যক্ষ্মা ও এইচআইভি/এইডস মোকাবেলায়ও তিনি কাজ করেছেন।
স্মিথ টীকার অর্থায়ন, উৎপাদন ও বিতরণে অংশীদার সরকার, ব্যবসা প্রতিষ্ঠান ও সংস্থাগুলোকে আহ্বানের জটিল কূটনীতির তত্ত্বাবধান করবেন এবং ভবিষ্যৎ মহামারীর প্রস্তুতি গ্রহণ ও প্রতিরোধ গড়ে তুলতে বৈশ্বিক প্রচেষ্টায় সহায়তা দেবেন।
যুক্তরাষ্ট্র সহযোগী দেশগুলোর প্রতি শ্রদ্ধাশীল আচরণ করবে উল্লেখ করে ব্লিঙ্কেন বলেন, বিশ্বব্যাপী টীকাদান প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সহায়তা এসেছে আমেরিকার প্রধান মূলনীতি অনুসরণের মাধ্যমে। তিনি বলেন, “সহযোগী দেশগুলোতে রাজনৈতিক আনুকূল্য পেতে আমরা টীকা নিয়ে বাণিজ্য করবো না। এটা জীবন সুরক্ষার বিষয়।”
বিশ্বব্যাপী টীকা বিতরণে যুক্তরাষ্ট্রের সহায়তার মধ্যে রয়েছে:
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র সাথে পুনরায় সম্পৃক্ত হওয়া
- কোভিড-১৯ ভ্যাক্সিনস অ্যাডভান্স মার্কেট কমিটমেন্ট (COVAX AMC)-এর আওতায় নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে টীকা বিতরণে ২ বিলিয়ন ডলার অনুদান প্রদান
- অন্যান্য দেশগুলো কর্তৃক তাদের প্রতিশ্রুতি পূরণ সাপেক্ষে COVAX AMC টীকা কার্যক্রমের আওতায় ভবিষ্যতে টীকা বিতরণে সহায়তা হিসেবে আরো ২ বিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি প্রদান।
- ২০২২ সালের শেষ নাগাদ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য ন্যূনতম ১ বিলিয়ন ডোজ টীকা উৎপাদন ও বিতরণে অর্থায়নের লক্ষ্যে অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের (কোয়াডের মাধ্যমে) সাথে সহযোগিতা স্থাপন।
বিশ্বব্যাপী কোভিড-১৯ মোকাবেলায় সম্প্রতি যুক্তরাষ্ট্র কংগ্রেস প্রায় ১১ বিলিয়ন ডলার সহায়তার অনুমোদন দিয়েছে। ব্লিঙ্কেন বলেন, এ অর্থায়নের আওতায় নিরাপদ, কার্যকর ও জীবনরক্ষাকারী টীকা গ্রহণের সুযোগ বাড়াতে এবং ক্ষুধা দূরীকরণ ও মহামারীর অন্যান্য পরোক্ষ প্রভাব মোকাবেলায় বিভিন্ন দেশকে সহায়তা দেয়া হবে।
.@SecBlinken on COVID-19: We re-engaged the @WHO and contributed an initial $2 billion to COVAX, the global vaccination initiative. https://t.co/DvMq9ZjY2P pic.twitter.com/oBbOKGGZJz
— Department of State (@StateDept) March 19, 2021
ভবিষ্যতে রোগের হুমকি মোকাবেলা দ্রুততর করতে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক অংশীদার দেশগুলো বিশ্বব্যাপী স্বাস্থ্য নিরাপত্তা জোরদার করবে।
ব্লিঙ্কেন বলেন, “সব জায়গা থেকে কোভিড মহামারী নির্মূল করতে সারা বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। আর সেটা সম্ভব করতে হলে, যুক্তরাষ্ট্রকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে ও নেতৃত্ব দিতে হবে।”