ঘন ঘন হাত ধোয়া কোভিড-১৯ ছড়িয়ে পড়া কমানোর সেরা উপায়, কিন্তু বিশ্বব্যাপী প্রায় ৩০০ কোটি মানুষের কাছে পানি ও সাবান পাওয়াটা একটি বড় চ্যালেঞ্জ।
আর সে কারণেই যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি তাদের পৃথিবীর জন্য পানি (ওয়াটার ফর দি ওয়ার্ল্ড) (পিডিএফ, ১৭১ কেবি) কর্মসূচির মাধ্যমে পৃথিবীর মানুষের কাছে পানি ও স্বাস্থ্যকর পণ্য পৌঁছে দেয়ার পাশাপাশি হাত ধোয়ার চর্চার গুরুত্ব তুলে ধরছে, বিশেষত আজ।
বুরকিনা ফাসো-তে ইউএসএআইডি-র অর্থায়নে পরিচালিত স্থানীয় সরকারের সাথে বাস্তবায়নাধীন কোভিড-১৯ সংক্রান্ত একটি কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যকর সেবাগুলো পৌঁছে দেয়া হচ্ছে। এছাড়াও এই কর্মসূচির অধীনে রেডিও এবং অন্যান্য যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব প্রচার করা হচ্ছে।
ইন্দোনেশিয়াতে ইউএসএআইডি ১২০টি কমিউনিটির সাথে অংশীদারিত্বের মাধ্যমে ৫,০০০ হাত ধোয়ার স্থান, ৯০০ তরল সাবান বের হওয়ার ডিসপেনসার এবং ৭০০ পানির কল স্থাপন করেছে। ২০২০ সালের মার্চ মাস থেকে ইউএসএআইডি স্থানীয়ভাবে পুসক্যাসম্যাস নামে পরিচিত কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রগুলোর সাথে মিলে রেডিও এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জনগণকে সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে জানাচ্ছে।
নাইজেরিয়াতে ইউএসএআইডি কীভাবে কোভিড-১৯ এর প্রকোপ কমাতে হবে সেই সংক্রান্ত তথ্য প্রচারের পাশাপাশি জনসাধারণের চলাচল আছে এমন স্থানগুলোতে জনসাধারণের হাত ধোয়ার জন্য পানি সরবরাহের ব্যবস্থা করেছে, যেমন মার্কেট ও হাসপাতালে। ইউএসএআইডি কোভিড-১৯ মোকাবেলায় জনগণের মধ্যে পরিস্কার-পরিচ্ছন্নতা চর্চা বৃদ্ধির লক্ষ্যে ঝুঁকি সংক্রান্ত তথ্য প্রচারণা কার্যক্রমে কারিগরি সহায়তা দেয়ার মাধ্যমে নাইজেরিয়ার সরকারি সংস্থাগুলোর বিদ্যমান উদ্যোগের সাথে যুক্ত হয়েছে। এছাড়াও, ইউএসএআইডি নাইজেরিয়ার টেলিযোগাযোগ কোম্পানিগুলোর সাথে জোট বেধে নাইজেরিয়ার কোটি কোটি মানুষের কাছে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বার্তা পৌঁছে দিচ্ছে।
এই ধরনের প্রচেষ্টাগুলো গুরুত্বপূর্ণ কারণ বিশ্বের ৪০% মানুষের বাড়িতে সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার জন্য কোন নির্দিষ্ট স্থান নেই, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের তথ্য থেকে জানা যায়।
ইউএসএআইডি-র ভারপ্রাপ্ত গ্লোবাল ওয়াটার কোঅর্ডিনেটর ও সংস্থার ব্যুরো ফর রেজিল্যান্স অ্যান্ড ফুড সিকিউরিটি দপ্তরের কর্মকর্তা মাউরা ব্যারি-র মতে, পানি নিরাপত্তা, পয়ঃনিষ্কাশন ও পরিস্কার-পরিচ্ছন্নতা আগের যেকোন সময়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ বিশ্ব এখন কোভিড-১৯ মোকাবেলা করছে এবং অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠার চেষ্টা করছে।
মহামারিটি বিদ্যমান পানি ব্যবস্থার উপর চাপ তৈরি করেছে এবং পানির অভাবে থাকা মানুষদের কাছে পানি সরবরাহ ব্যবস্থার সম্প্রসারণ প্রক্রিয়াকে শ্লথ করার ঝুঁকি তৈরি করেছে, বিশেষ করে সাব-সাহারান আফ্রিকার ৩০ কোটি মানুষের কাছে। ইউএসএআইডি আশা করে যে বিশ্ববাসী মহামারি কাটিয়ে উঠার পরও বিশ্বের সর্বত্র হাত ধোয়া অভ্যাসে পরিণত করতে ও তাদের কাছে পানি পৌঁছে দিতে তাদের কাজ অব্যাহতভাবে চলবে।