যুক্তরাষ্ট্রের কোন নতুন প্রেসিডেন্ট তাঁর শাসন কাজের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে যাদেরকে ক্যাবিনেটে নিয়োগ করেন তাদেরকে তিনি সতর্ক বিবেচনার সাথে মনোনীত করে থাকেন। গুরুত্বপূর্ণ এই দলে যে পুরুষ ও নারীরা থাকেন তাঁরা কারা আর কীই বা করেন তাঁরা?
যুক্তরাষ্ট্রের সংবিধানে “ক্যাবিনেট” পরিভাষাটির কোন উল্লেখ না থাকলেও এই ভিডিওতে ব্যাখ্যা করা হয়েছে পরিভাষাটি কোথা থেকে এসেছে এবং ক্যাবিনেট সদস্যরা কী করেন।