আমেরিকার বৈচিত্র্যময় জাতিগোষ্ঠীর মানুষেরা আনন্দমুখর ঐতিহ্য ও গীতবাদ্য সহকারে শীতের ছুটিগুলো উদযাপন করে। নিউ ইয়র্কে অনুষ্ঠিত উপরের নাচের ছবির ন্যায় নৃত্যানুষ্ঠানগুলোর আয়োজন করা হয় চীনা চান্দ্র নববর্ষ উপলক্ষে। মধ্য জানুয়ারি থেকে মধ্য ফেব্রুয়ারির মধ্যে চান্দ্র বর্ষপঞ্জী অনুযায়ী প্রথম নতুন চাঁদ ওঠার সাথে এই নববর্ষ পালিত হয়।
সামনের মাসগুলোতে যুক্তরাষ্ট্র জুড়ে যেসব উদযাপনী গান ও নাচ অনুষ্ঠিত হয়ে থাকে সেগুলোই উঠে এসেছে নিচের ছবিগুলোতে।

(© রিনে সি. বায়ার/এপি ইমেজেস)
ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোর হানুক্কাহ উৎসবে শিশুরা গান করছে। ডিসেম্বর মাসে আট দিনের এই ছুটিতে হানাদার সেনাবাহিনীর বিরুদ্ধে ইহুদী যোদ্ধাদের একটি ছোট্ট দলের বিজয় উদযাপন করা হয় যেখানে মেনোরা মোমদানীতে বাতি জ্বালিয়ে ইহুদীরা তাদের পবিত্র মন্দির পুনরুৎসর্গ করে থাকে।

যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর মর্যাদাপ্রাপ্ত যোদ্ধা ফার্নান্দো জেফ্রিনের উদ্দেশ্যে সমবেত সংগীত গাইছেন আটলান্টাস্থ ভেটেরান্স অ্যাফেয়ার্স মেডিকেল সেন্টারে আমেরিকান পেশাদার ফুটবল দল আটলান্টা ফ্যালকনস’র সদস্য ম্যালিসিয়াহ গুডম্যান (বাঁয়ে) ও বেন গারল্যান্ড। ২৫ ডিসেম্বর ক্রিসমাসে যিশুর জন্মদিনের সম্মানে উপহার আদান-প্রদান, সংগীত ও বৃক্ষে আলোকসজ্জা করা হয়।

লাস ভেগাসের সিজার্স প্যালেস হোটেলে উদযাপনকারীরা নববর্ষের প্রাক্কালে সংক্রান্তি উৎসব উদযাপন করছে। আমেরিকানরা বিশেষ খাবার, ভোজসভা, আতশবাজি ও মধ্যরাতে চুমু আদান-প্রদানসহ বিভিন্ন ঐতিহ্যবাহী প্রথা পালনের মাধ্যমে নববর্ষের সূচনালগ্নকে উদযাপন করে থাকে।

বোস্টনে কোয়ানজা উৎসব চলাকালে জেমবে ঢোলের তালে এক নারী নাচছেন। আফ্রো-আমেরিকান সংস্কৃতিতে ২৬ ডিসেম্বর থেকে ০১ জানুয়ারি পর্যন্ত সাত দিনের এই উৎসবে সংগীত, নৃত্য, কাব্য, গল্পকথন ও শিল্পকলার মাধ্যমে আফ্রিকার ঐতিহ্য উদযাপিত হয়।

ডেনভারের রেড রকস এমফিথিয়েটারে শীতের দীর্ঘতম রাত্রিশেষে অনুষ্ঠিত সূর্যোদয় উৎসবে এক নারী ড্রাম বাজাচ্ছেন। উত্তর গোলার্ধে ২১ বা ২২ ডিসেম্বর বছরের দীর্ঘতম ও অন্ধকারতম রাত্রি শেষে নতুন সূর্যোদয় উদযাপন করতে শীতকালীন এই উৎসব পালিত হয়।