ক্ষমতার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন যে নারীরা

Persons 1

রোজা পার্কস

“আমি ছিলাম সাদামাটা একজন, অন্য যে কারো মতো নম্র।”
১৯৫৫ সালে আলাবামার মন্টগোমারিতে এক সিটি বাস চালক যখন তাকে “দাঁড়িয়ে পড়ে” তার আসন একজন শ্বেতাঙ্গ যাত্রীকে ছেড়ে দিতে বলেছিলেন, তখন অনড় বসে থেকে রোজা পার্কস (১৯১৩-২০০৫) যুক্তরাষ্ট্রে বর্ণবাদী বৈষম্যকে চ্যালেঞ্জ করেছিলেন।

©বেটম্যান/গেটি ইমেজেস

মালালা ইউসুফজাই

“আসুন আমাদের বই ও কলম হাতে তুলে নেই। এগুলো আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র।”
মেয়েদের শিক্ষার পক্ষে প্রচার চালানোর কারণে পাকিস্তানের সোয়াত উপত্যকায় তালিবানরা যখন মালালা ইউসুফজাইকে গুলি করে, তখন তার বয়স ১৫ বছর। শিক্ষায় সকল শিশুর অধিকারের পক্ষে সংগ্রামের জন্য ২০১৪ সালে তিনি যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পান।

© ভেগার্ড উইভস্ট্যাড গ্রট/এনটিবি স্ক্যানপিক্স/ রয়টার্স

ভিদা মোভাহেদ

ইরানি সামাজিক আন্দোলনের মুখচ্ছবি
প্রকাশ্যে মেয়েদের পোশাক কেমন হবে এ সংক্রান্ত আইনের প্রতিবাদে ইরানি কর্তৃপক্ষের মুখোমুখি দাঁড়িয়েছিলেন এনগেলাব (বিপ্লব) এভিনিউয়ের এ নারী। তাঁর নাম ভিদা মোভাহেদ এবং যে বিস্তৃত অর্থনৈতিক ও রাজনৈতিক বিক্ষোভ ইরানে কয়েক সপ্তাহ ধরে ছড়িয়ে পড়ে, ভিদার ছবি হয়ে ওঠে সেটির প্রধান অবলম্বন।

সোশ্যাল মিডিয়া/AbacaPress.com

কোরাজন সি অ্যাকুইনো

“নারীরা রাজনীতিতে এমন অনেক কিছু আনতে পারে, যা আমাদের বিশ্বটাকে আরো সদয়, নম্র করে তুলবে, যেখানে মানবতা এগিয়ে যাবে।”
১৯৮৬ সালে যে “জনতার শক্তি বিপ্লবে” তৎকালীন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের পতন হয়, কোরাজন সি অ্যাকুইনো (১৯৩৩-২০০৯) ছিলেন সেই আন্দোলনের পুরোধা। তিনি ফিলিপাইনের ১১তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এ পদে তিনিই ছিলেন প্রথম নারী। তাকে “এশিয়ার গণতন্ত্রের জননী” হিসেবে অভিহিত করা হয়।

©মেলভিন ক্যাল্ডারন/লিয়াজন/গেটি ইমেজেস

Persons 2

লেইমা বাউয়ি

“নারীদের নম্রভাবে ক্রুদ্ধ হওয়ার দিন ফুরিয়েছে।”
লাইবেরিয়ার ১৪ বছরের গৃহযুদ্ধ অবসানে সহায়তাকারী একটি নারী শান্তি আন্দোলনের নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি হিসেবে ২০১১ সালে নোবেল শান্তি পুরস্কার পান লেইমা বাউয়ি। তিনি এ পুরস্কার ভাগাভাগি করে নেন ইয়েমেনের তাওয়াক্কোল কারমান ও এলেন জনসন সারলিফের সঙ্গে, যিনি পরবর্তীকালে আফ্রিকা মহাদেশের প্রথম নির্বাচিত নারী রাষ্ট্রপ্রধান হন।

©রাউল উরবিনা/গেটি ইমেজেস

অ্যালিস পল

“নারীরা অংশ হয়ে না উঠলে নতুন বিশ্বব্যবস্থা কোনোদিনই গড়ে উঠবে না।”
অ্যালিস পল (১৮৮৫-১৯৭৭) ১৯২০ সালে যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৯তম সংশোধনী পাসে সহায়তা করেছিলেন, যা নারীর ভোটাধিকার প্রতিষ্ঠিত করেছিল। ভোটদানে সংশোধনী আনতে চাওয়ার কারণে তাকে কারাবরণ করতে হয়েছিল।

©ফটো ১২ / ইউআইজি/গেটি ইমেজেস

ওলেকসান্দ্রা মাতভাইচুক

“আমরা শালীন হবো নাকি বজ্জাত হবো – দুই পথই সর্বদা খোলা।”

ইউক্রাইনে তৃণমূল পর্যায়ের অহিংস মানবাধিকার আন্দোলনের পুরোধা ওলেকসান্দ্রা মাতভাইচুক। পূর্ব ইউক্রেন ও রুশ-অধিকৃত ক্রিমিয়ায় সংঘাতে জিম্মি ও নির্যাতনের হাত থেকে বেঁচে আসা লোকজনকে আইনি সহায়তা দেন তিনি। সেই সঙ্গে তিনি পুলিশকে শেখান কিভাবে নাগরিকদের সঙ্গে কথা বলতে হবে।

কলিন পিটারস / ইউএসওএসসি

শিরিন এবাদি

“বিশ্বের নারীদের অবশ্যই জানা থাকতে হবে যে, সাফল্যের একটিই পথ, আর তা হলো, প্রতিবন্ধকতা ও সমস্যাকে অস্বীকার করা এবং জয়ের জন্য দৃঢ় মনোবল রাখা।”
ইরানে গণতন্ত্রের জন্য চেষ্টার স্বীকৃতি হিসেবে ২০০৩ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন শিরিন এবাদি। তিনি বিশেষভাবে নারী ও শিশুর অধিকার রক্ষার সংগ্রামে যুক্ত।

© টমাস ট্রুটচেল/ফটোথেক/ গেটি ইমেজ

মার্চ হলো নারীর ইতিহাস মাস (উইমেনস হিস্ট্রি মানথ)। তুলে ধরা হলো এমন আট নারীর কথা, যারা দৃঢ়তা এবং সাহসিকতা দিয়ে, স্বেচ্ছাচারী শাসন ও অবিচারের বিরুদ্ধে তাদের অহিংস প্রতিরোধের মাধ্যমে বদলে দিয়েছেন ইতিহাসের গতিপথ।

আরো দেখতে পাওয়ার জন্য ওপরের প্রতিটি প্যানেলের ওপর কার্সর রাখুন ও ক্লিক করুন।  আরো ব্যক্তিত্বদের দেখতে সোইয়াপ/ক্লিক করুন।

আরো দেখতে ক্লিক করুন।

(© Bettmann/Getty Images)

(© Vegard Wivestad Grott/NTB Scanpix/Reuters)

(© Photo12/UIG/Getty Images)

(© Jessica Rinaldi/Reuters)

(© Peter Charlesworth/LightRocket/Getty Images)
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হাস্যোজ্জ্বল লেইমাহ বোউই ২০১১ সালের ০৭ অক্টোবর কলাম্বিয়া বিজনেস স্কুলে অনুষ্ঠিত সোশ্যাল এন্টারপ্রাইজ কনফারেন্স ২০১১-এ বক্তৃতা দিচ্ছেন। লাইবেরিয়ায় গৃহযুদ্ধ অবসানের অন্যতম প্রচেষ্টা হিসাবে “যৌন ধর্মঘট”র প্রচার করার কারণে আফ্রিকার প্রথম নারী রাষ্ট্রপ্রধান ও অবাধ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন-সার্লিফ এবং ইয়েমেনের তাওয়াকুল কারমান’র সাথে তিনি যৌথভাবে এই পুরস্কার লাভ করেন। রয়টার্স/জেসিকা রিনাল্ডি (যুক্তরাষ্ট্র – Tags: SOCIETY PROFILE POLITICS) – GM1E7A805GG01

(© Raul Urbina/Getty Images)

(Colin Peters/USOSCE)

(Social Media/AbacaPress.com)