মানব পাচার বন্ধ করতে সকলের সহযোগিতার প্রয়োজন রয়েছেসাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থায় জোরপূর্বক শ্রমের ব্যবহার বন্ধ করতে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে অংশীদারিত্বের পাশাপাশি শ্রমিক ও কর্মীদের অধিকার প্রতিষ্ঠা এবং মানব পাচারের শিকার ব্যক্তিদের  পুনর্বাসনে সহায়তাকারীদের সম্মিলিতভাবে সক্রিয় প্রচেষ্টা ও অংশগ্রহণের দরকার রয়েছে। 

যুক্তরাষ্ট্র মানব পাচার প্রতিরোধে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ কারণ এটি মানবাধিকার ও মানুষের স্বাধীনতার পরিপন্থি,” আমেরিকার স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিঙ্কেন গত ১৫ জুন ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ২০২৩ সালের মানব পাচার বিষয়ক প্রতিবেদন ট্রাফিকিং ইন পারসন এর মোড়ক উম্মোচন অনুষ্ঠানে এই কথা বলেছেন 

তিনি আরো বলেছেন, “এটি এমন একটি সমস্যা যা জটিল ও প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছেএই অবস্থায় আমাদের সবাইকে এর মোকাবেলায় এগিয়ে আসতে হবে।” 

প্রতিবেদন থেকে দেখা যায় যে দেশগুলোতে সরকার ও অন্যান্যরা সহযোগিতার ভিত্তিতে একত্রিতভাবে কাজ করছে তারা বিশ্বব্যাপী ২ কোটি ৭০ লাখেরও বেশি মানুষের অধিকার অস্বীকার ও অধিকার হরণ করার মতো অপরাধকে ভালোভাবে মোকাবেলা করতে পারছে।  

২০২৩ সালের প্রতিবেদনে অপরাধীদের বিচার এবং প্রতিরোধ ও সুরক্ষা বিষয়ক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মানব পাচার মোকাবেলায় যুক্তরাষ্ট্রসহ ১৮৮টি দেশ ও অঞ্চলের কার্যক্রম ও প্রচেষ্টার মূল্যায়ন করা হয়েছে 

প্রতিবেদনে মানব পাচার প্রতিরোধের সফল প্রচেষ্টাগুলো তুলে ধরা হয়েছে, যার মধ্যে রয়েছে: 

  • উত্তর মেসিডোনিয়ার সমাজকর্মী, মনোস্তত্ববিদ/মনোবিজ্ঞানী, আইন প্রয়োগকারী ও অন্যান্যদের ঐক্যবদ্ধ হয়ে পাচারের শিকার ব্যক্তিদের শনাক্ত করা ও সহায়তা দেয়া 
  • সেশেলসে পুলিশ উন্নত প্রশিক্ষণ পাওয়ায় তাদের পক্ষে পাচার চিহ্নিত করা সহজতর হয়েছে এবং যার ফলশ্রুতিতে তারা এই ধরনের কার্যক্রমে জড়িত রেকর্ড সংখ্যক ব্যক্তিকে গ্রেফতার করতে পেরেছে। 
  • যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের প্রযুক্তি কোম্পানিগুলো গোপনীয়তা রক্ষা করে জাতিসংঘের অভিবাসন সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা আইওএম-এর মানব পাচার সংক্রান্ত তথ্য ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য কাজ করছে।  

স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদনে মানব পাচার বন্ধে সাহসী ভূমিকা রাখার জন্য বিশ্বের বিভিন্ন সম্প্রদায়ের আটজনকেহিরো” হিসেবে সম্মানিত করা হয়েছে। তাদের অক্লান্ত পরিশ্রম মানব পাচার বন্ধের লড়াইয়ে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। 

সেক্রেটারি ব্লিঙ্কেন গত ১৫ জুনের অনুষ্ঠানে হিরো” বা বীরদের সম্মানিত করেন। তাদের অনেকেই স্টেট ডিপার্টমেন্টের ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের বোস্টন ও মিয়ামিতে সম ধরনের কাজে নিয়োজিতদের সাথে সাক্ষাত করেন 

ব্রাজিল 

 পুরেজা লোপেস লয়োলা (স্টেট ডিপার্টমেন্ট)
পুরেজা লোপেস লয়োলা (স্টেট ডিপার্টমেন্ট)

 পুরেজা লোপেস লয়োলা তার ছেলের অনুসন্ধান শুরু করলে ব্রাজিলে শোষণ ও দাসত্বের বিরুদ্ধে দেশব্যাপী মানুষের প্রতিবাদ শুরু হয় এবং তখন, ১৯৯৫ সালে ব্রাজিলের সরকার এই ধরনের বিষয়গুলো দেখার জন্যমোবাইল ইন্সপেকশন গ্রুপ” গঠন করে। এই গ্রুপ থেকে শ্রম শোষণ ও পাচারের শিকার ব্যক্তিদের সমর্থনে কাজ করার জন্য ফেডারেল পুলিশ এবং প্রসিকিউটরদের আহ্বান জানানো হয় 

লোপেস লয়োলা ক্যামেরা এবং অডিও রেকর্ডার ব্যবহার করে আমাজনের অরণ্যে নিয়োগকর্তারা কীভাবে নথি ও কাগজপত্র তৈরি করে, ঋণ দিয়ে এবং হুমকি ও সহিংসতার মাধ্যমে শ্রমিকদের নিয়ন্ত্রণ করছে এবং তাদেরকে শোষণমূলক   
পরিস্থিতিতে কাজ করতে বাধ্য করছে সেই পরিস্থিতি তুলে ধরেন। 

কম্বোডিয়া 

 মেচ দারা (স্টেট ডিপার্টমেন্ট)
মেচ দারা (স্টেট ডিপার্টমেন্ট)

কম্বোডিয়ার সরকার ভয়েস অফ ডেমোক্রেসিসংবাদ মাধ্যমটি বন্ধ করে দেয়ার পরেও সাংবাদিক মেচ দারা সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনীতি, মানব পাচার এবং শোষণ বিষয়ে সংবাদ প্রকাশ অব্যাহত রেখেছেন। মানব পাচার নিয়ে তার অনুসন্ধানীমূলক লেখালেখি মানব পাচারের সাথে বিশ্বব্যাপী সাইবার স্ক্যামের যুক্ত থাকার বিষয়টির প্রতি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করার পাশাপাশি কম্বোডিয়ার সরকারের পাচার বিরোধী প্রচেষ্টা জোরদার করতে ভূমিকা পালন করেছে। 

ইরাক 

 ইমান আলী আব্দুল আব্বাস আল-সাইলাউ এবং বাসিম আল-আমরি (স্টেট ডিপার্টমেন্ট)
ইমান আলী আব্দুল আব্বাস আল-সাইলাউ এবং বাসিম আল-আমরি (স্টেট ডিপার্টমেন্ট)

 

ইমান আলী আব্দুল আব্বাস আল-সাইলাউ এবং বাসিম আল-আমরি ২০০৩ সাল থেকে সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্ত অভিবাসী শ্রমিকদের আশ্রয় দেয়া শুরু করেন। 

তাদের সংস্থা মাসের (বাংলা অর্থ ভাগ্য) বর্তমানে শিশু শ্রমের শিকার ও পূর্বে আইএসআইএস এর দাসত্বের শিকার হয়েছিল এমন ব্যক্তিদের সহায়তা দিচ্ছেতারা কয়েক ডজন দেশের শত শত মানুষকে সহায়তা করেছে। 

নাইজেরিয়া 

আর. ইভন বেনসন-আইদাহোসা (স্টেট ডিপার্টমেন্ট)
আর. ইভন বেনসন-আইদাহোসা (স্টেট ডিপার্টমেন্ট)

আর. ইভন বেনসন-আইদাহোসা তার পাথফাইন্ডার জাস্টিজ ইনিশিয়েটিভ সংস্থার মাধ্যমে ৩,০০০ এরও বেশি নারী ও মেয়েশিশুদের সুরক্ষা সেবা দিয়েছেসাব-সাহারান আফ্রিকায় মানব পাচার এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ক একজন বিশেষজ্ঞ হিসেবে বেনসন-আইদাহোসা সরকার ও সংস্থাগুলোকে পরামর্শ দিয়ে থাকেন এবং পাচারকারীদের নিয়ে তার যুগান্তকারী গবেষণা রয়েছে। তার গবেষণার সূত্র ধরে নাইজেরিয়ার সরকার পুনরুদ্ধার ও পুনর্বাসন সেবা প্রদানকারী পুলিশ, প্রসিকিউটর এবং বিচারকদের কাজের জন্য নাইজেরিয়ার জাতীয় গাইডলাইন তৈরি করেছে। 

পাকিস্তান 

জহির আহমেদ (স্টেট ডিপার্টমেন্ট)
জহির আহমেদ (স্টেট ডিপার্টমেন্ট)

জহির আহমেদ পাকিস্তান সরকারকে পাচার বিরোধী আইন আধুনিকীকরণ এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করেছেন। 

আহমেদ পাকিস্তানের পুলিশ সার্ভিস এবং ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) মানব পাচার বিরোধী ইউনিটে উচ্চপদে কাজ করেন। তার নেতৃত্বে এফআইএ কর্তৃক পাচারকারী গ্রেফতার এবং তাদের বিচার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 

পেরু 

 পাওলা হিটসার (স্টেট ডিপার্টমেন্ট)
পাওলা হিটসার (স্টেট ডিপার্টমেন্ট)

পেরুর পাবলিক প্রসিকিউটর অফিসের পাওলা হিটসার পেরুর ন্যাশনাল পুলিশ ও অন্যান্য সংস্থার সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার মাধ্যমে লরেটো অঞ্চলে মানব পাচারের তদন্ত কার্যক্রমকে উন্নত করেছেন। তিনি যুক্তরাষ্ট্র-পেরু চাইল্ড প্রোটেকশন কমপ্যাক্ট পার্টনারশিপ কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করার পাশাপাশি পুলিশ কর্তৃক পাচারের শিকার ভিকটিম শিশুদের সাক্ষাতকার নেওয়ার প্রক্রিয়াকে উন্নত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন। 

ভেনেজুয়েলা 

ইউমেলিস মোয়া গোইত্তে (স্টেট ডিপার্টমেন্ট) 
ইউমেলিস মোয়া গোইত্তে (স্টেট ডিপার্টমেন্ট)

ইউমেলিস মোয়া গোইত্তে ভেনেজুয়েলার ওরিনোকো মাইনিং আর্কে মানব পাচার বিষয় নিয়ে অনুসন্ধান করছেন। গায়ানার ইউনিভার্সিডাড ক্যাটোলিকা আন্দ্রেস বেলো (ইউসিএভি)-এর মানবাধিকার বিষয়ক অফিসের সমন্বয়কারী হিসেবে মোয়া গোইত্তে আদিবাসী এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত নির্যাতন ও অপব্যবহারের ঘটনাগুলো নথিভুক্ত করছেন। তার পাচার বিরোধী কর্মকান্ড আন্তর্জাতিক সমর্থন লাভ করেছে। 

আমরা আপনাদের অংশীদারিত্ব, দক্ষতার সহভাগিতা, ধারনার বিনিময় করার জন্য গভীরভাবে কৃতজ্ঞতা জানাই,” উল্লেখ করে ব্লিঙ্কেন সম্মাননা অনুষ্ঠানে বলেন যে, “যুক্তরাষ্ট্র মানব পাচার বন্ধ করতে সবসময় আপনাদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।”