ইউক্রেন আক্রমণের পর পুতিন সরকারকে বিচ্ছিন্ন করছে বিশ্ব

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়া থেকে বিরত রাখতে বিশ্বব্যাপী দেশগুলো পদক্ষেপ নিচ্ছে।

৩০টিরও বেশি দেশ রাশিয়াকে লক্ষ্য করে কঠোর নিষেধাজ্ঞা ও রপ্তানিতে বিধিনিষেধ ঘোষণা করেছে, যা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ফ্রন্টের জানান দেয়।

রাশিয়ার ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান, অভিজাত-গোষ্ঠী ও পুতিনের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও ইউরোপীয় কমিশন।

আন্তর্জাতিক চাপের মুখে, রাশিয়ার মুদ্রা রুবলের মূল্যমান কমেছে ৩০ শতাংশ এবং ২৮ ফেব্রুয়ারি থেকে দেশটির শেয়ারবাজার বন্ধ রাখা হয়েছে।

আমরা “রাশিয়াকে যন্ত্রণাবিদ্ধ করছি এবং ইউক্রেনের নাগরিকদের সমর্থন দিচ্ছি,” গত ১ মার্চ স্টেট অব দ্য ইউনিয়নের বক্তৃতায় বলেছেন প্রেসিডেন্ট বাইডেন। “পুতিন এখন বিশ্ব থেকে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বিচ্ছিন্ন।”

অর্থনৈতিক খাতকে লক্ষ্যবস্তু করা

যুক্তরাষ্ট্র ও অন্যান্য সমমনা দেশগুলোর পাশাপাশি, জাপানও রাশিয়ার ওপর দ্রুত নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার মধ্যে সেমিকন্ডাক্টরের মতো গুরুত্বপূর্ণ উপাদানের রপ্তানি নিয়ন্ত্রণও রয়েছে। টোকিও, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেন সীমিত করেছে এবং বৈশ্বিক আর্থিক বার্তা-বিনিময় ব্যবস্থা (সুইফট) থেকে রাশিয়ার ব্যাংকগুলোকে বাদ দেওয়ার সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্যদের সঙ্গে শামিল হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের আগেই, জাপান তাদের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ইউরোপে পাঠানোর ব্যাপারে সম্মত হয়েছিল, যেন এই সংকটে সেখানকার জ্বালানি বাজারকে সাহায্য দেওয়া যায়।

রাশিয়ার প্রধান ব্যাংকগুলোর সঙ্গে আর্থিক লেনদেন স্থগিত করা, এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলোর সঙ্গে যোগ দিয়েছে দক্ষিণ কোরিয়াও। দেশটি রাশিয়ার নির্দিষ্ট কিছু ব্যাংককে সুইফট-এ প্রবেশাধিকার দিতে অস্বীকৃতির সিদ্ধান্তকেও সমর্থন জানিয়েছে।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ ফেব্রুয়ারি, রাশিয়ায় নরওয়ের ২.৮ বিলিয়ন ডলার মূল্যমানের সভরেন ওয়েলথ ফান্ড সরিয়ে নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোর।

পুতিনকে জবাবদিহি করার জন্য বিভিন্ন দেশ যেসব পদক্ষেপ নিচ্ছে, তার কিছু উদাহরণ এখানে:

জ্বালানি আমদানি বন্ধ করা

বড় বড় পাইপের মধ্যে কাজ করছেন এক ব্যক্তি (© মাইকেল সোন/এপি ইমেজেস)
রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়ায় নর্ড স্ট্রিম ২ গ্যাস পাইপলাইনের পরিকল্পনা স্থগিত করেছে জার্মানি। (© মাইকেল সোন/এপি ইমেজেস)

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের হুমকি বাড়তে থাকার সময়ই, নর্ড স্ট্রিম ২ গ্যাস পাইপলাইন বন্ধের উদ্যোগ নিতে শুরু করে জার্মানি।

আক্রমণের পর, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস নতুন উদ্যোগের কথা ঘোষণা করেছেন যেন রাশিয়ার প্রাকৃতিক গ্যাস ছাড়াই জার্মানির জ্বালানি চাহিদা মেটানো যায়। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এর মধ্যে আছে দুইটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল তৈরি এবং প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ বৃদ্ধি।

বিমান চলাচলে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রসহ ৪০টিরও বেশি দেশ ও অঞ্চল তাদের আকাশসীমায় রাশিয়ার বিমান চলাচল নিষিদ্ধ করেছে। ২৭ ফেব্রুয়ারি, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লায়েন বলেছেন, “অভিজাতদের ব্যক্তিগত বিমানসহ” রাশিয়ার কোনো বিমান ইউরোপীয় ইউনিয়ন থেকে ছেড়ে যেতে বা অবতরণ করতে পারবে না, বা এর আকাশসীমায় উড়তে পারবে না।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বাদ দেওয়া

কানাডার সরকারী কর্মকর্তারা, দেশটির বেতার তরঙ্গ থেকে রাশিয়ার রাষ্ট্র-নিয়ন্ত্রিত সম্প্রচারসমাধ্যম সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ার পর, কানাডার টেলিভিশন স্টেশনগুলো আরটি-কে (আগে পরিচিত ছিল রাশিয়া টুডে নামে) বাদ দিয়েছে, জানা যায় ব্লুমবার্গের রিপোর্টে। বিনামূল্যে দেখার জন্য একটি ইউক্রেনিয় চ্যানেল যোগ করেছে একটি কানাডিয়ান টেলিভিশন সেবাদাতা।

বিভিন্ন সংবাদ প্রতিবেদন অনুযায়ী, নেটফ্লিক্স ও ইউটিউবের মতো অনলাইন স্ট্রিমিং সার্ভিস থেকেও আরটি-সহ রাশিয়ার রাষ্ট্রীয় চ্যানেলগুলোকে বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

২৬ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য ও ইউরোপীয় কমিশনের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেছেন, তাঁরা ইউক্রেন আক্রমণের জন্য রাশিয়াকে জবাবদিহি করতে আরও পদক্ষেপ নিতে প্রস্তুত আছেন।

“আমরা রাশিয়াকে জবাবদিহি করব এবং সম্মিলিতভাবে এটি নিশ্চিত করব যে এই যুদ্ধ পুতিনের জন্য একটি কৌশলগত ব্যর্থতা,” বলেছেন নেতৃবৃন্দ।

আন্তর্জাতিক সংগঠনগুলোতে রাশিয়াকে বিচ্ছিন্ন করা

আন্তর্জাতিক সংগঠনগুলোও পদক্ষেপ নিয়েছে। ২ মার্চ, জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের একটি জরুরি অধিবেশনে, ইউক্রেনের সার্বভৌমত্বকে পুনঃনিশ্চিত করে এবং রাশিয়ার আক্রমণের নিন্দা জানিয়ে আনা একটি প্রস্তাবের পক্ষে ১৪১-৫ ব্যবধানে ভোট দিয়েছে সদস্য রাষ্ট্রগুলো।

মানুষের কথা বলার ছবি সম্বলিত একটি ভিডিও স্ক্রিনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন কয়েক ব্যক্তি। (© সালভাতোরে দি নোলফি/এএফপি/গেটি ইমেজেস)
১ মার্চ, জেনেভায় ইউ.এন. হিউম্যান রাইটস কাউন্সিলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের বক্তৃতার সময় ওয়াক আউট করেন প্রতিনিধিরা। (© সালভাতোরে দি নোলফি/এএফপি/গেটি ইমেজেস)

আন্তর্জাতিক অঙ্গনে আরও আছে:

  • ২৫ ফেব্রুয়ারি, ইউক্রেনের সার্বভৌমত্ব ও আকাশসীমা লঙ্ঘনের জন্য রাশিয়ার নিন্দা জানিয়েছে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন।
  • ২ মার্চ, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নিয়ে একটি সমালোচনামূলক প্রস্তাবের লক্ষ্যে বিতর্কের জন্য বৈঠক আহ্বান করেছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি।